১০ মাস পর শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
Published: 19th, June 2025 GMT
চট্টগ্রামে বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যার চেষ্টা ও অঙ্গহানির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের ১০ মাস পর গত মঙ্গলবার নগরের খুলশী থানায় মামলাটি করেন ঢাকার আলিয়া মাদ্রাসার আলিমের শিক্ষার্থী চট্টগ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ। বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। মামলার আসামিদের মধ্যে চার সাংবাদিক ও চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট নগরের ওয়াসা মোড়ে সরকারের দেওয়া কারফিউ ভঙ্গের জন্য জড়ো হলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারীদের দিকে গুলি করতে থাকে। ওই সময় ছররা গুলি বাদীর মাথায়, পায়ে, মুখে ও চোখে লাগে। বাদীর ডান চোখে চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা করালেও দৃষ্টিশক্তি ফিরে আসেনি।
মামলার এজাহারে বলা হয়, শারীরিক অসুস্থতা, দুর্বলতা ও আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের সময় লাগায় মামলা করতে দেরি হয় বাদীর। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অযথা হয়রানির জন্য কাউকে আসামি করেননি তিনি। তদন্তে দোষীদের নাম উঠে আসবে।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাদী থানায় মামলা করেছেন। এখন পুলিশ বিষয়টি তদন্ত করবে। কে দোষী, কে নির্দোষ তা তদন্তে বেরিয়ে আসবে।
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামে মামলা হয়েছে ১৪৮টি। এসব মামলায় ঢালাও আসামি করার অভিযোগ ওঠে শুরু থেকেই। তখন তদন্ত চলা অবস্থায় একের পর এক আসামির নাম বাদ দিতে বাদীরা আদালতে আবেদন করছেন বা হলফনামা দিয়ে বলছেন ‘ভুলবশত’ আসামি করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন
ছবি: কবির হোসেন