সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো: মোস্তফা সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার আব্দুল খালেকের ছেলে। এরআগে গত বুধবার (১৮ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স পাইনাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তফা নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গত বুধবার রাতে পাইনাদী মধ্য পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মাদক ব্যবসায়ী মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো হলো-(১) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩, তাং-০১/০৪/১৫ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৩(খ)/২৫, (২) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪.

তাং-০৩/০২/১৫ইং. ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক)/২৫, (৩) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৪. তাং-২৩/১২/১১ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক), (৪) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪৬, তাং-২১/০৫/১৮, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ), (৫) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-১, তাং-০১/০২/০৬ইং, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯ এর ৪(১), (৬) সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৯৭০, তাং-১৭/০৩/২৪ইং, ধারা- ফৌঃ কাঃ বিঃ-১৫১, (৭) সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৬৮, তাং-২৮/০৮/১৯ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(ক)।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল য বদল ন র য়ণগঞ জ ট য বল ট

এছাড়াও পড়ুন:

ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন

ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে। 

 রোববার (৩ আগস্ট) রাজধানীতে শাহবাগে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। 

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ- সাধারণ সম্পাদক রাতুল, ছাত্রদল সদস্য জিসান,জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, আকাশ, বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সজীব, মুন্না, রিফাত, সদর থানা ছাত্রদল নেতা জহিরুল, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমরান, মোহন, মো. খান, ইরফান, রনি, রাজু, অনু, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, রমজান প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • লোহাগড়ায় ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার
  • ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
  • কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড. আবদুস সালাম আজাদের সাথে মোসলেহ উদ্দিন সেলিমের সৌজন্য সাক্ষাৎ
  • কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু