জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত
Published: 20th, June 2025 GMT
তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: ফেরদাউস বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি.
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে জিম.এম.সুমন মুন্সি বলেন, সামনে আগামী জাতীয় সংসদ নির্বচন। তাই দলের পক্ষ থেকে যাকে ধানের শীষ প্রতিক দেওয়া হবে আমরা জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্বে রয়েছি সকলেই তার পক্ষ হয়ে কাজ করবো। আমরা দেশ ও জাতি গঠনে এগিয়ে যাবো।
মাদকমুক্ত দেশ গড়বো এবং কিশোর গ্যাং নির্মূলে কাজ করবো। এগুলো যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমরা ভালো সমাজ, জাতি, ও দেশ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের উপহার দিতে পারবে না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক আলী ইমরান, সদস্য জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনি: সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, নাসিক ৪নং ওয়ার্ডের আহবায়ক খোকন মিয়া ও নাসিক ৭ নং ওয়ার্ডের সভাপতি সুমন খাঁন, সদস্য মোসা: রেনু প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ঈদ স দ ধ রগঞ জ অন ষ ঠ ন স ন ক দল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় কভার্ডভ্যানে ছিনতাইকারীদের হামলা, চালককে কুপিয়ে আহত : আটক ১
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে পার্কিং করা কভার্ডভ্যানে হামলা চালিয়েছে এক দল ছিনতাইকারী। এ সময় এলোপাথারী কুপিয়ে কভার্ডভ্যান চালক মোস্তফার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
তখন গাড়ির হেলপারের ডাক চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ধাওয়া করে জুয়েল নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।
শনিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত জেলা কারাগারের সামনে এঘটনা ঘটে। ছিনতাইকারীর হামলায় আহত মোস্তফা মিয়া (৩৫) নোয়াখালি জেলার বশিরহাট থানার কোম্পানীগঞ্জ চরলাই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
আটক ছিনতাইকারী জুয়েল আহমেদ (৩৫) নারায়ণগঞ্জ সদরের বাবুরাইল এলাকার শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে।
আহত চালক মোস্তফা মিয়া জানান, চট্রগ্রামে গার্মেন্টসের মাল নেয়ার জন্য নারায়ণগঞ্জ কারাগারের সামনে গাড়ি পার্কিং করে অপেক্ষা করছিলেন। এসময় রাত সাড়ে ১১টা বাজে অন্ধকারে সংখ্যা বলতে পারবোনা তবে এক দল ছিনতাইকারী গাড়ির চারপাশ ঘিরে ফেলে।
একজন ছুরি হাতে গাড়ি থেকে আমাকে টেনে হেচড়ে নিচে নামায়। তখন ভয়ে মানিব্যাগ ভর্তি টাকা ও মোবাইল তাদের দিয়ে দেই। তারপরও তারা আমার পিছনের দিকে পিঠ থেকে কমর পর্যন্ত এলোপাথারী কোপায়।
এসময় আমার গাড়ির হেলপার আব্দুল ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর ধাওয়া করে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।
পথচারীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কয়েকটি গ্রুপ ছিনতাইয়ে বেপরোয়া হয়ে উঠেছে। সাইনবোর্ড থেকে জেলা পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারের মধ্যে মোটর সাইকেল, প্রাইভেটকার ও ইজিবাইকে ছিনতাই করে থাকে।
প্রতিরাতে ধারালো ছুরি হাতে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়া হচ্ছে। এবিষয়ে মামলা মোকদ্দমা হয়রানী মনে করে থানায় অভিযোগ করেন না। পথচারীদের দাবী লিংক রোডে কয়েকটি চেকপোষ্ট ও পুলিশের টহলের ব্যবস্থা করা হলে ছিনতাইকারীদের উপদ্রপ কমে যেতো।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, একজন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অন্য ছিনতাইকারীর নাম পরিচয় জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।