গোপালগরঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের সন্দেহে সৌদি আরব প্রবাসী স্বামী বায়েজিদ সিকদারকে কুপিয়ে আহত করেছেন এক নারী। ঘটনার পরপরই নিজের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।  শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত স্বামীর নাম বায়েজিদ সিকদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে। অভিযুক্ত নারীর নাম মানসুরা খানম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের কবির হাওলাদারের মেয়ে এবং আহত বয়েজিদ সিকদারের স্ত্রী।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা

বায়েজিদ সিকদারের মা হোসনেয়ারা বেগম বলেন, ‍মাস খানেক আগে বায়েজিদ সৌদি আরব থেকে দেশে আসে। এরপর থেকেই পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রী একে অন্যকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। এ নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ শুক্রবার আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়।

এসময় মানসুরা স্বামী বায়েজিদকে ছুরিকাঘাত করেন। বায়েজিদ মারা যেতে পারেন এমন ধারণা থেকে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মনসুরা। আশপাশের লোকজন চিৎকারে শুনে ছুটে গিয়ে আহত দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, জাতীয় পরিসেবা ৯৯৯-নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ

এছাড়াও পড়ুন:

ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’

সামনেই দুর্গাপূজা - এই সময় হেয়ার কাট পাল্টে নিতে চাইছেন? চুল যদি ছোট করে ছাঁটতে চান, তা হলে জেনে নিন কী কী ‘হেয়ারকাট’ এখন চলছে।

ব্লান্ট বব

আরো পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’

ছোট চুলের জন্য খুবই ভাল ব্লান্ট বব। গরমের দিনে খুবই আরামদায়ক এই চুলের ছাঁট। মুখের গড়নের সঙ্গে মানানসই করে ছাঁটা হয় চুল। আবার ব্লান্ট লবও খুব জনপ্রিয় এখন কমবয়সিদের মধ্যে। ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে।

বব কাট
যদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয়, আবার কাঁধ ছাপানো চুল রাখতেও চাইছেন না, তা হলে লং বব হেয়ার কাট করতেই পারেন। কাঁধের ইঞ্চি দুয়েক উপর পর্যন্ত বব কাটা হয়।

লেয়ার বব
ঘন চুলে বিভিন্ন ধরনের স্টাইল করা সবচেয়ে সহজ৷ সামনের দিকে লম্বা লেয়ারের বব আর পিছনে একটু ছোট লেয়ারে বব করলে দেখতে ভাল লাগবে। পানপাতা বা ডিম্বাকৃতি মুখে এ ধরনের চুলের ছাঁট খুব ভাল মানায়।

অ্যাঙ্গুলার লব
চুল যদি কোঁকড়ানো হয়, তা হলে সঠিক যত্ন নেওয়া কঠিন। এমন ভাবে চুল ছাঁটুন, যাতে অনেকগুলি লেয়ার থাকে৷ এই লেয়ারগুলো মুখের দু’পাশে হালকা ভাবে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলি লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷

পিক্সি কাট
একটু অন্য রকম চুলের ছাঁট চাইলে, পিক্সি কাটতে পারেন। তবে এই হেয়ারকাট সকলের জন্য নয়। খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব, পোশাকের ধরনের সঙ্গে মানানসই হতে হবে।

ক্রপড লেয়ারও ছোট চুলের জন্য বেশ ভাল। লেয়ার শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার কাট খুব মানানসই।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ