লাঞ্চের আগে ২৪৭ রানের লিড বাংলাদেশের
Published: 21st, June 2025 GMT
৪৯ রানে মুশফিক রান আউট হওয়ার পররপরই বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। এরই মধ্যে লাঞ্চের বিরতি দিয়েছেন আম্পায়াররা। নাজমুল এক প্রান্তে ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত। পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারানোর বিনিময়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ।
৪৯ রানে মুশফিকের রান আউটের পর বৃষ্টিতে খেলা বন্ধ
ফিফটি ছুঁতে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ৪৯ রানে থাকা অবস্থায় থারিন্দুর থ্রোতে হয়ে গেছেন রান আউট। ১০২ বলে চারটি চারে সাজানো মুশফিকের এই ইনিংস। তিনি ফেরার পরই বৃষ্টি নামে। বন্ধ হয় খেলা। বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। নাজমুল অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
শান্ত-মুশফিকে শতরানের জুটি, লিড বেড়ে ২৪৩
শান্ত-মুশফিকে প্রথম ইনিংসে এসেছিল ২৬৪ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও ইতোমধ্যে শতরাঙের জুটি পেয়েছে তারা। দুজনের জুটি শতক ছুঁয়েছে ১৬৭ বলে। ফিফটির পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক, ম্যাচে আরেকটি সেঞ্চুরির পথে শান্ত। ৭২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩৩। ৪৮ রানে খেলছেন মুশফিক। ৮৬ রানে ব্যাট করছেন শান্ত।
শান্ত-মুশফিকে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড
লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ইতোমধ্যে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ৬৬ রানে খেলছেন শান্ত, ৩১ রানে ব্যাট করছেন মুশফিক।
গল টেস্টের পঞ্চম দিন এখন বাংলাদেশ এমন এক অবস্থানে আছে, যেখান থেকে জয়, ড্র কিংবা হারতেও পারে বাংলাদেশ। টাইগারদের জিততে হলে স্কোরবোর্ডে ভালো পুঁজি তুলে লঙ্কানদের অলআউট করতে হবে। ড্র করতে হলেও ভালো পুঁজি দরকার। কারণ অলআউট করা না গেলেও যেন সারাদিন পার করতে পারে বাংলাদেশ। আবার পঞ্চম দিন বাংলাদেশ যদি ব্যাটিং ধসে পড়ে তাহলে ওয়ানডে স্টাইলে খেলে ম্যাচ জিততেও পারে লঙ্কানরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী আড়াই হাজার মানুষ, পাঁচ সড়ক বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌর শহরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার অন্তত আড়াই হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। এ ছাড়া পাঁচ সড়ক তলিয়ে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে আজ বুধবার ভোর থেকেই পানি বাড়তে শুরু করে। সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাস্টার পাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক, মাধ্যমপাড়া ও কলেজ পাড়াসহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। পানি উঠেছে এসব এলাকার অনেক বাড়িঘরে। এ ছাড়া পানিতে উপজেলা সদর-বাবুপাড়া, সদর-মাস্টারপাড়া, বটতলী-উগলছড়ি, উপজেলা সদর-করেঙ্গাতলী ও উপজেলা সদর-দূরছড়ি সড়কের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে ওইসব সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত অনেক বাড়িঘর। আজ দুপরে বাঘাইছড়ি সদরের মাস্টার পাড়ায়