টাঙ্গাইলে জুনায়েদ হোসেন (২৪) নামে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের সন্তোষ পুরাতন পাড়ায় নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুনায়েদ হোসেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়তেন। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলি আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রুমের দরজা লাগানো। দরজা ভেঙে রুমের ভেতর ঢুকে দেখা গেছে, সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন জুনায়েদ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “যে ছেলেটি আমাদেরকে খবর দিয়েছিল, সেই ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকেন। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাব। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনো সাড়া না পেয়ে তিনি আমাদেরকে খবর দেন।”

ঢাকা/কাওছার/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুর ও আদাবর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদপুর থেকে ১২ জন এবং আদাবর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রাহিম খলিল (১৯)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানার বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবার আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজীব (১৮) ও মো. রাসেল (২৭)।

সম্পর্কিত নিবন্ধ