ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে উড়ানো— তার জীবনে অনেক ঘটনায় দর্শকের মন জয় করেছে।

সৌরভ গাঙ্গুলির বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনা করছেন লাভ রঞ্জন। সৌরভ গাঙ্গুলির চরিত্র কে রূপায়ন করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। অনেকের নামই উঠে এসেছে। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি বলেন, “রাজকুমার রাও আমার চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন। আমার মনে হয়, সঠিক মানুষই কাজটি করছেন।”

এ নিয়ে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। এ অভিনেতা বলেন, “দাদা, ইতোমধ্যে বলে দিয়েছেন। তাই আমিও আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি— হ্যাঁ, আমি তার বায়োপিকে তার চরিত্রে অভিনয় করছি।”

আরো পড়ুন:

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর 

সৌরভ গাঙ্গুলির বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলেন আমির খানকে

রাজকুমার রাও চরিত্রটি নিয়ে ভীষণ নার্ভাস। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “আমি নার্ভাস। এটি অনেক বড় দায়িত্ব। তবে এটি অনেক মজার হতে চলেছে।”

নয়া দিল্লির গুরগাঁও-এ জন্মগ্রহণ করেন রাজকুমার রাও। ফলে হিন্দি ভাষা বলতেই পারদর্শি তিনি। কিন্তু সৌরভ গাঙ্গুলির জন্ম পশ্চিমবঙ্গে। তার মুখের ভাষা বাংলা। যদিও হিন্দি বলতে পারদর্শি। রাজকুমার দিল্লির ছেলে হলেও ভালো বাংলা বলতে পারেন। আর এটা সম্ভব হয়েছে তার স্ত্রী পত্রলেখার জন্য। কারণ পত্রলেখা বাঙালি। এজন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, “আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটি। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য রচনা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চর ত র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ