শীতার্ত এক সন্ধ্যায় সিডনির ব্যস্ততম সিনেমা হলগুলোর সামনে ভিড়—কে বলবে যে এখানে বাংলা সিনেমা দেখানো হচ্ছে! কিন্তু হ্যাঁ, পর্দায় চলছে শাকিব খানের ‘তাণ্ডব’। গত ২০ জুন সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডের বড় পর্দায় মুক্তির কয়েক দিনের মধ্যেই ছবিটি অস্ট্রেলিয়ায় চার হাজারের বেশি দর্শককে সিনেমা হলে টেনেছে—পাইরেসির শর্টকাটকে না বলে, প্রেক্ষাগৃহের পর্দাকে বেছে নিয়েছেন তাঁরা।
দর্শকের অভূতপূর্ব সাড়া
হয়েটস, ইভেন্ট, ভিলেজসহ প্রধান সব হলেই চলছে ‘তাণ্ডব’। এবারই প্রথম অস্ট্রেলিয়ার প্রধান শহর ছাড়িয়ে বিভিন্ন উপশহরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সিনেমা। সিডনির হয়েটস সিনেমায় আসা এক তরুণ দর্শক বললেন, ‘রায়হান রাফীর পরিচালনা আর শাকিব খানের পারফরম্যান্স এককথায় অসাধারণ।’ মেলবোর্নের বাসিন্দা আফরোজা নাহার বলেন, ‘অনেক দিন পর বড় পর্দায় আফজাল হোসেনকে দেখে মনটা ভরে গেল। জয়া বরাবরের মতো অনবদ্য।’
শো শেষে মোবাইলে আবেগঘন ভিডিও করে এক দর্শক বললেন, ‘শুধু সিনেমা নয়, এটা যেন অনুভবের বিস্ফোরণ। বড় পর্দার এমন শব্দ, দৃশ্য, আবেগ—সব মিলিয়ে বাংলা সিনেমার এক নতুন রূপ।’
সিডনিতে দুই দর্শক ‘তাণ্ডব’-এর পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। ছবি: প্রথম আলো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ