মহাকাশযান চালানোর পরীক্ষায় চমক দেখাল চ্যাটজিপিটি
Published: 8th, July 2025 GMT
মহাকাশযান পরিচালনার মতো জটিল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা যাচাই করে আশাব্যঞ্জক ফল পেয়েছেন একদল গবেষক। চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কার্যকারিতা যাচাই করতে সম্প্রতি গবেষকেরা একটি সিমুলেশন পরিচালনা করেন। সেই সিমুলেশনে সফলভাবে মহাকাশযান পরিচালনা করেছে চ্যাটজিপিটি। এর ফলে ভবিষ্যতে স্বয়ংক্রিয় মহাকাশ অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
গবেষণার শুরুতে চ্যাটজিপিটিকে একটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। এরপর মডেলটি একের পর এক পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দিতে থাকে। পুরো সিমুলেশন পরীক্ষায় চ্যাটজিপিটির সক্ষমতা ছিল বেশ স্থিতিশীল ও নির্ভরযোগ্য। গবেষকদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক সক্ষমতা যাচাইয়ের জন্য এটি একটি কার্যকর পরীক্ষাগার হিসেবে কাজ করেছে।
গবেষকদের তথ্যমতে, প্রচলিত পদ্ধতিতে মহাকাশযান পরিচালনার জন্য যে ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা তৈরি করতে হয়, তা সময়সাপেক্ষ। সে ক্ষেত্রে লার্জ ল্যাঙ্গুয়েজভিত্তিক মডেল ব্যবহার করে তুলনামূলকভাবে কম সময়ে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে শুধু দূর মহাকাশ অভিযানে সুবিধা মিলবে তা নয়, এটি পৃথিবীর কক্ষপথে থাকা অসংখ্য উপগ্রহ পরিচালনার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। একই সঙ্গে অজানা গ্রহে নমুনা সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও বসবাসযোগ্যতা নিরূপণের মতো জটিল কাজগুলো আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে।
গবেষকেরা সতর্ক করে বলেছেন, এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন চ্যাটবট বাস্তব অভিযানে প্রয়োগের উপযোগী হয়ে ওঠেনি। ভবিষ্যতে এর ব্যবহার যেন নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়, সে জন্য এখনই নৈতিকতা, নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিষয়ক দিকগুলো নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে।
সূত্র: বিজিআর ডটকম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ব যবহ র ক র যকর
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল