আমাদের সুযোগ দিলে একদিন ভালো হবে: মিরাজ
Published: 9th, July 2025 GMT
পালাবদলের সময় চলছে বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেটের বিগ ফাইভ যাদের বলা হয়, তাদের ছাড়া এবারই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ।
মাশরাফি বিন মুর্তজা অনেক আগের থেকেই দলের সঙ্গে নেই। তামিম ইকবাল অবসর নিয়েছেন। সরে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহও। সাকিব আল হাসান অবসর নেননি তবে খেলার অবস্থাতে নেই। ২০ বছর পর তাদের একজনও নেই।
প্রথম সিরিজে ২-১ ব্যবধানে হার। যেনতেন পরাজয় নয়। স্রেফ আত্মসমর্পণ। নতুন অধিনায়ক, একাধিক তরুণ ক্রিকেটার, অনভিজ্ঞ দল…বিষয়গুলোকে সামনে এনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সময় চাইলেন। অভয় দিলেন, এই দলই একদিন বড় হয়ে উঠবে।
পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন, ‘‘আমাদের দল তরুণ; তাদের সময় প্রয়োজন। সুযোগ দিলে, একদিন ভালো হবে।’’
কলম্বোতে ৭৭ রানে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ফেরায় সমতা। গতকাল ক্যান্ডিতে দুই দলের চ্যালেঞ্জ ছিল সিরিজ জয়ের। লঙ্কানরা সেই চ্যালেঞ্জ জিতে যায় সহজে। বাংলাদেশ আরেকটি হতশ্রী পারফরম্যান্সে ম্যাচ হেরে যায়।
বোলিং ভালো হলেও ব্যাটিং আবার ডুবিয়েছে বাংলাদেশকে। ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩৯.
নিজেদের বোলিং নিয়ে মিরাজ তৃপ্তির কথাই শোনালেন। বিশেষ করে তিনশর নিচে তাদেরকে আটকে রাখতে পারাকে বড় করেই দেখছেন তিনি, ‘‘আমি মনে করি আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। যদিও এখানে বোলিং করা সহজ ছিল। উইকেট অসাধারণ ছিল। তাসকিন, মোস্তাফিজুর ও স্পিনাররা ভালো করেছে।’’
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অবসর কাটাতে ছেলের সঙ্গে কানাডায় ববিতা
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রুপালি পর্দায় দীর্ঘসময় রাজত্ব করা এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী এবার পাড়ি জমালেন কানাডা। উদ্দেশ্য, অবসরের সময়টুকু প্রিয়জনের সান্নিধ্যে থেকে কিছুটা প্রশান্তি ও আনন্দ নিয়ে কাটানো। জানা গেছে, আজ ছয় মাসের জন্য কানাডার উদ্দেশে ঢাকা ছাড়বেন ববিতা। সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একমাত্র পুত্র অনিক, যিনি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন।
ছোটবেলা থেকেই কানাডায় বেড়ে ওঠা অনিক বর্তমানে ইয়েল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানে শিক্ষকতা করছেন। সম্প্রতি মা ববিতাকে সঙ্গে নিয়ে দেশে আসেন অনিক। এবার মা-পুত্র একসঙ্গে ফিরে যাচ্ছেন কানাডায়।
এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘অনেক দিন হলো এক জায়গায় থিতু হয়ে থেকেছি। এবার মনে হলো একটু নিজের মতো করে সময় কাটাই। ছেলের সঙ্গে কানাডায় থাকব, মাঝে মাঝে ওর কাজের ফাঁকে ঘুরে বেড়াব। পাশাপাশি আমেরিকায় প্রবাসী আমার ভাই-বোনদের সঙ্গে দেখা করব। অনেকদিন হলো তাদের সান্নিধ্য পাই না।’ তবে শুধু ঘুরে বেড়ানোই নয়, দায়িত্বের অংশ হিসেবে ববিতা এবার যুক্তরাষ্ট্রেও কিছু গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন।
তিনি জানান, ‘আমি ডিসিআইআই এর শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। এবারও কিছু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, ২০১২ সাল থেকে ডিসিআইআই-এর সঙ্গে যুক্ত রয়েছেন ববিতা। এই আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু ও নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। ববিতাও একজন সেলিব্রেটি অ্যাম্বাসাডর হিসেবে বহু গুরুত্বপূর্ণ প্রচারণা, ফান্ড রেইজিং ও সচেতনতামূলক প্রোগ্রামে অংশ নিয়েছেন।
১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ববিতার। এরপর চার দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা—অরুণোদয়ের অগ্নিসাক্ষী, নতুন সুর, তিতাস একটি নদীর নাম, শঙ্খনীল কারাগার, রামের সুমতি, অমানুষ, অলাতচক্রসহ অসংখ্য ছবি।
ববিতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নার্গিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এই চলচ্চিত্রে ২০১৫ সালে অভিনয়ের পর থেকে ববিতা আর নতুন কোনো সিনেমায় কাজ করেননি। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনয় থেকে। এখন সময়টা কাটাচ্ছেন নিজের মতো করে—পরিবার, সমাজসেবা আর স্মৃতিময়তার আবহে।
চিরসবুজ এই তারকার কাছে অভিনয় নয়, এখন পরিবারের কাছে থাকাই সবচেয়ে বেশি প্রাধান্য। কানাডার প্রকৃতির মাঝে, সন্তানের পাশে থেকে তিনি খুঁজে নিতে চান জীবনের আরেকটি নতুন অধ্যায়।