১৫ বছরের অগণতান্ত্রিক শাসনের অবসানের পর বিক্ষোভকারীরা ‘বাস্তব পরিবর্তনের’ আশা করেছিলেন। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার দখলদারিত্ব ও সংস্কারের প্রতিশ্রুতির বাস্তবায়নের ব্যর্থতার কারণে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা।

আজ ঐতিহাসিক ৫ আগস্ট। এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার, দুর্নীতি, গুম, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পতন ঘটে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হচ্ছে দেশজুড়ে। আজ সাংবাদিক মওদুদ আহমেদ সুজনের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা। সেখানে তুলে ধরা হয়েছে গণঅভ্যুত্থানের চাওয়া বনাম বাস্তবতার চিত্র। 

সিনথিয়া মেহরিন সকাল এখনও মনে করতে পারেন গত বছরের ১৫ জুলাইয়ের সেই আঘাতের কথা। সেদিন তিনি সহস্রাধিক শিক্ষার্থীর সঙ্গে ঢাকায় সরকারি চাকরিতে বিতর্কিত কোটা প্রথার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক কর্মীর হামলায় সকালের মাথায় ১০টি সেলাই লাগে এবং তিনি সাময়িকভাবে স্মৃতিভ্রষ্ট হন। সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ঠিক এর একদিন পর ২৩ বছর বয়সী আরেক শিক্ষার্থী আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেন। ওই বিক্ষোভে গুলি চালায় পুলিশ। তার হাত প্রসারিত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। যা শেখ হাসিনার বিরুদ্ধে নজিরবিহীন গণআন্দোলনের সূচনা করে।

কঠোর দমন-পীড়ন উপেক্ষা করে রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে এই তরুণদের সঙ্গে অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষও আন্দোলনে যোগ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো বিরোধী দলগুলো একজোট হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়।

“দূর-দূরান্ত থেকেও শিক্ষার্থীরা এসে আন্দোলনে যোগ দিয়েছিল। মনে হচ্ছিল, সত্যিকার পরিবর্তন আসছে।” আলজাজিরাকে বলেন সকাল।

২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার বিক্ষোভকারী শেখ হাসিনার বাসভবন ও কার্যালয় ঘেরাও করে। ঠিক তার আগ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী একটি সামরিক হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে, তার বিরুদ্ধে দেশের আদালতের মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার বিচারকাজ চলছে। 

জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনার দেশত্যাগের আগপর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত হন।

শেখ হাসিনা পালানোর তিন দিন পর ২০২৪ সালের ৮ আগস্ট বিক্ষোভকারীরা বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে। 

আজ (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ নতুনভাবে দিনটি স্মরণ করছে। এক বছর পর এসেও আন্দোলনকারী সকাল বলেন, “২০২৪ সালের আন্দোলনকে যে ঐক্য ও আশার প্রতীক হিসেবে দেখা হচ্ছিল, সেটি এখন হতাশা ও বিভাজনের জায়গা দখল করে নিয়েছে।” 

“তারা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে,” বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী আগামী বছরের সাধারণ নির্বাচনের আগেই ক্ষমতার জন্য প্রতিযোগিতায় নেমেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা যে পরিবর্তনের জন্য লড়েছি, তা এখনও অধরাই রয়ে গেছে। এই সরকার গণঅভ্যুত্থানের মালিকানা ধরে রাখতে পারেনি।”

‘আমার সন্তানের আত্মত্যাগ কীসের জন্য?’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তার সরকার একটি নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে ঐকমত্য খোঁজার চেষ্টা করলেও রাজনৈতিক চাপ দিন দিন বেড়েই চলেছে। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা বিভিন্ন পক্ষ এখন বাংলাদেশের ভবিষ্যৎ পথনকশা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে।

আজ বিকেলে হাসিনার পতনের বর্ষপূর্তিতে অধ্যাপক ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ নামে একটি নথি প্রকাশ করবেন। এতে তার সরকারের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো ও তা বাস্তবায়নের রোডম্যাপ উল্লেখ থাকবে। তবে এ নিয়ে অনেকেই আশাবাদী নন।

“আমাদের সন্তানরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা সেটা পাচ্ছি না,” বললেন সানজিদা খান দীপ্তি। তিনি ১৭ বছর বয়সী ছেলে আনাসকে হারিয়েছেন ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আনাস নিরস্ত্র ছিল এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তার পিঠে গুলি লাগে। হাতে জাতীয় পতাকা ধরা অবস্থায় ঘটনাস্থলেই সে মারা যায়। 

“জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে যেসব সংস্কার ও বিচারের আশায় ছিলাম তা যথাযথভাবে হচ্ছে না,” আলজাজিরাকে বলছিলেন ৩৬ বছর বয়সী এই মা। 

“আমরা ন্যায়ের, শান্তির ও ভালো একটি দেশের স্বপ্নে রাস্তায় নেমেছিলাম। যদি সেটি না আসে, তাহলে আমার সন্তানের আত্মত্যাগের মানে কী?”

“কোনো অনুশোচনা নেই,” বললেন খোকন চন্দ্র বর্মণ। যিনি নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মুখের প্রায় পুরোটা হারিয়েছেন।

তিনি বলেন, “আমার আত্মত্যাগ একটি বৈষম্যমূলক সরকারের পতনে সহায়তা করেছে—এটা আমার গর্ব।”

বর্মণের বিশ্বাস, এখন ইউনূস নেতৃত্বাধীন সরকারের অধীনে দেশ তুলনামূলকভাবে ভালো আছে।

“পুরোনো দানবেরা এক রাতেই চলে যাবে না। কিন্তু আমরা আশাবাদী।” বলেন তিনি।

আতিকুল গাজীও একমত। তিনি আলজাজিরাকে বলেন, “ইউনূস স্যার পারবেন। তিনি নিজের সাধ্যমতো চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলো যদি পুরোপুরি সহযোগিতা করত, তাহলে পরিস্থিতি আরো ভালো হতো।”

২১ বছর বয়সী এই টিকটকার ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্ট খুব কাছ থেকে গুলিবিদ্ধ হয়ে তিনি তার বাম হাত হারান।

হাত হারানোর পরও হাসিমুখে তোলা তার একটি সেলফি ভিডিও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ভাইরাল হয়।

“আমি ভয় পাই না… আমি আবার মাঠে ফিরেছি। একটি হাত না থাকলেও, আমার জীবন আবার উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলাম” বলেন তিনি। 

‘অস্থিরতা বাড়তে পারে’
সবাই কিন্তু খুব আশাবাদী নন। “সেটা ছিল এক নজিরবিহীন ঐক্যের মুহূর্ত,” বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী।

২০২৪ সালের ২৯ জুলাই ক্যাম্পাসে একটি বিক্ষোভে তিনি একটি কবিতা আবৃত্তি করেছিলেন। গত মাসে আন্দোলনের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ঐক্য রক্ষা করা নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেনি।”

আওয়ামী লীগবিরোধী বিশাল জনমতকে কাজে লাগিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। কিন্তু ২০২৪ সালের আন্দোলনের ছাত্রনেতারা গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো দলগুলো ভোটের আগে কাঠামোগত সংস্কারের পক্ষে।

এমন বৈচিত্র্যময় দাবি সামলাতে ইউনূস সরকার ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে। এ কমিশনের দায়িত্ব বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেল প্রদত্ত সংস্কার পরিকল্পনাগুলো একত্র করে একটি রাজনৈতিক রূপরেখায় রূপান্তরিত করা। পরবর্তী সাধারণ নির্বাচনে যেই দল বা জোট বিজয়ী হবে, তাদের এই রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে।

তবে এখন পর্যন্ত কমিশনের বৈঠকগুলোতে দ্বন্দ্ব ও মতবিরোধই প্রধান হয়ে উঠেছে, বিশেষ করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, সংসদের উভয় কক্ষে অনুপাতভিত্তিক প্রতিনিধিত্ব, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সাংবিধানিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়া আরো নিরপেক্ষ ও দলনিরপেক্ষ করার মতো বিষয়গুলোতে।

রাজনীতি বিশ্লেষক রেজাউল করিম রনি সতর্ক করে বলেছেন, “যদি রাজনৈতিক শক্তিগুলো সংস্কার নিয়ে একমত না হতে পারে, তবে অস্থিরতা বাড়তে পারে।” 

তবে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের অ্যাডজাংক্ট ফেলো মুবাশ্বার হাসান মনে করেন, রাজনৈতিক অচলাবস্থার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং অধিকাংশ পক্ষই আগামী বছরের নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।

তবে তিনি প্রস্তাবিত সংস্কারগুলোর বিষয়ে সন্দিহান। এগুলোকে তিনি ‘চকচকে কিন্তু অন্তঃসারশূন্য পুনর্গঠন’ হিসেবে বর্ণনা করেছেন।

“কিছু গণতান্ত্রিক অগ্রগতি হবে বটে, তবে প্রকৃত পরিবর্তন নয়,” আলজাজিরাকে বলেন মুবাশ্বার হাসান।

তিনি বলেন, “এক সময় কোটি মানুষের প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগের কার্যক্রমন এখন নিষিদ্ধ—এই বাস্তবতা বাংলাদেশের নির্বাচনি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করতে পারে।” 

আনাসের মা দীপ্তি বলেন, “রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতা দখলে ব্যস্ত, অথচ যারা গত বছরের দমন-পীড়নে দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।” 

সন্তান হারানো এই মা আলজাজিরাকে বলেন, “যারা সহিংসতার সঙ্গে জড়িত ছিল এমন অধিকাংশ কর্মকর্তাই এখনো ধরা-ছোঁয়ার বাইরে। অথচ রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত।”

২০২৪ সালের গণআন্দোলন ও ছাত্রবিক্ষোভের অনুপ্রেরণায় গঠিত একটি দলনিরপেক্ষ সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। এটি আন্দোলনের সময় গড়ে ওঠা তরুণ শিল্পী, কবি, লেখক, নাট্যকর্মী ও একটিভিস্টদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিভক্তির ঊর্ধ্বে উঠে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক সমাজের পক্ষে সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা গড়ে তোলা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সতর্ক করে বলেন, “সংস্কার ও ন্যায়বিচার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে দেশ আবার ফ্যাসিবাদের মুখে পড়তে পারে।”

‘বিক্ষোভের শহর’

গণআন্দোলনের পর থেকে ঢাকায় যেন প্রতিদিনই কোনো না কোনো বিক্ষোভ হচ্ছে। সরকারি অফিস ঘেরাও, রাস্তায় মিছিল, দাবিদাওয়ার স্লোগানে মুখর ঢাকা এখন অনেকের চোখে ‘বিক্ষোভের শহর’।

পুলিশ এখনো বিশ্বাসযোগ্যতা ফিরে পায়নি। শেখ হাসিনার দমন-পীড়নমূলক শাসনে তাদের ভূমিকার জন্য তারা জনমনে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে সেনাবাহিনী দেশের রাস্তায় টহল দিচ্ছে। তাদের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে। 

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭২ জন নিহত এবং ১,৬৭৭ জন আহত হয়েছে। এ সময়ে পুলিশের পাশাপাশি আলোচিত বাহিনী র‍্যাবের বিরুদ্ধে ৮টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও নথিভুক্ত হয়েছে। এর বাইরে অন্যান্য অপরাধও বেড়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খুনের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৮৭টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। ডাকাতির ঘটনা প্রায় দ্বিগুণ হয়ে ৩১৮টিতে পৌঁছেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৯,১০০ ছাড়িয়ে গেছে। অপহরণ ও সশস্ত্র ডাকাতির ঘটনাও বেড়েছে।

মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির’ নির্বাহী পরিচালক মো.

ইজাজুল ইসলাম আলজাজিরাকে বলেন, “মব জাস্টিস এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বেড়ে গেছে, যেগুলোর অনেকগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে মনোবলহীন পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না।” 

পুলিশের এই মনোবল ভাঙার পেছনে সবচেয়ে বড় কারণ ২০২৪ সালের আন্দোলন। ওই সময় সারা দেশে ৫০০ এর বেশি থানায় হামলা হয় এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী চোখে পড়েনি। 

ইজাজুল ইসলাম বলেন, “পুলিশকে এই নৈতিকভাবে ভেঙে পড়া অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে।” 

আলজাজিরার সঙ্গে কথা বলা মাঠপর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা আরেকটি সমস্যার কথা তুলে ধরেন। তাদের ভাষায়, গ্রামীণ এলাকায় ‘অপ্রাতিষ্ঠানিক রাজনৈতিক শৃঙ্খলা’ ভেঙে পড়েছে।

কুড়িগ্রামের রৌমারী থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় বিরোধের মীমাংসায় পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা একসঙ্গে কাজ করত। সেই কাঠামো আর নেই। এখন বিএনপি, জামায়াতসহ একাধিক পক্ষ বাজার, পরিবহন কেন্দ্র ও সরকারি টেন্ডার নিয়ন্ত্রণে নিতে চাইছে।”

ঢাকায় পরিস্থিতি আরো জটিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তালেবুর রহমান আলজাজিরাকে বলেন, “প্রতিদিন রাস্তায় বিক্ষোভ সামলানো আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বলেন, “ঢাকা যেন এখন ‘বিক্ষোভের শহর’ হয়ে গেছে। মানুষ তাদের দাবি জানাতেও সরকারি অফিসে ঢুকে পড়ছে।”

তবুও তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের পরপর যে বিশৃঙ্খলা ছিল, এখন পরিস্থিতি তুলনামূলক ভালো।

গত ১৫ জুলাই একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমনটা দাবি করে বলেন, “যদি সামগ্রিক পরিসংখ্যান বিবেচনা করেন, তাহলে দেখা যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার দিকেই যাচ্ছে।”

তিনি আরো বলেন, “অনেকেই যারা এতদিন ন্যায়বিচার পায়নি তারা এখন সামনে এসে মামলা দায়ের করছে।” 

ঢাকার অভিজাত বসুন্ধরা এলাকার ৩৮ বছর বয়সী রিকশাচালক মো. শাইনুর বলেন, “সবকিছু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।”

অর্থনীতিতেও কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পোশাক কারখানা ও কৃষিভিত্তিক অর্থনীতির কারণে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

২০২৪ সালের মে মাসে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৪ বিলিয়ন ডলার, ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলার। এর পেছনে রয়েছে অবৈধ অর্থপাচারের বিরুদ্ধে অভিযান, রেকর্ড প্রবাসী আয় এবং আইএমএফের নতুন অর্থায়ন। ২০২৪ সালের জুলাইয়ে যেখানে মূল্যস্ফীতি ছিল ১১.৭ শতাংশ, ২০২৫ সালের জুনে তা কমে ৮.৫ শতাংশে নেমে এসেছে।

তবে ব্যাপক বেকারত্ব সমস্যা এখনও রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, বাংলাদেশে প্রায় ৩০ শতাংশ তরুণ বর্তমানে কর্মহীন। তারা শিক্ষা কিংবা প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত নয়। তার ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে পোশাক খাতের ৪০ লাখ শ্রমিকের জীবিকা কিছুটা হুমকির মুখে।

ঢাকায় ফিরে আসা গাজী এখনও ২০২৪ সালের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, “যারা আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, মানুষ যেন তাদের মনে রাখে।”

“আমি এক হাত হারিয়েছি, কিন্তু কোনো আফসোস নেই। প্রয়োজনে জীবনও দিয়ে দেব। তবু এই দেশ ভালো চলুক, যেই ক্ষমতায় থাকুক” বলেন তিনি। 

ঢাকা/ইভা/তারা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন গণত ন ত র ক ২০২৫ স ল র ব শ বব দ য সরক র র প আলজ জ র ক বছর বয়স বল ন ত ন পর স থ ত ৫ আগস ট ন র পর ন র এক র জন য দমন প ইউন স স গঠন এখন ব ক ষমত বছর র ইসল ম র একট অবস থ

এছাড়াও পড়ুন:

চাকরিপ্রত্যাশীদের জন্য জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন আজ ইতিহাসের অংশ। এই আন্দোলন শুধু চাকরিপ্রত্যাশীদের জন্য ছিল না, বরং তা রূপ নিয়েছিল এক গণজাগরণে, যা শেষ পর্যন্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। চাকরি পরীক্ষার্থীদের জন্য এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমসাময়িক বিষয়, সাম্প্রতিক বাংলাদেশ, সাধারণ জ্ঞান কিংবা রচনামূলক প্রশ্ন—সবখানেই এটি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

চলুন প্রথম পর্বে সংক্ষেপে জেনে নিই (১ থেকে ১৬ জুলাই) গুরুত্বপূর্ণ ঘটনাগুলো

১ জুলাই ২০২৪, তিন দিনের কর্মসূচি ঘোষণা

কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ৪ জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়। এ সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

২ জুলাই ২০২৪, অবরোধ কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

৩ জুলাই ২০২৪, শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিন আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং সড়ক ও রেলপথ অবরোধ করেন।

আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫

৪ জুলাই ২০২৪, ছাত্র ধর্মঘটের ডাক

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ‘নট টুডে’ বলে আদেশ দেন। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করেন। আন্দোলন আরও জোরালো হয়। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা।

৬ জুলাই ২০২৪, বাংলা ব্লকেড ঘোষণা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় ‘বাংলা ব্লকেড’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফা কর্মসূচি ঘোষণা করে

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বে ছাত্রদের নেতৃত্বে শীর্ষ ১০টি আন্দোলন
  • ৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে: বাঁধন
  • ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ কী
  • প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচ
  • জুলাই সনদ ঘোষণায় শুরু হচ্ছে নতুন অধ্যায়
  • চাকরিপ্রত্যাশীদের জন্য জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ
  • ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • এখন আমার মোবাইলে ওর কোনো ফোন আসে না
  • গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় দেবগৌড়ার নাতি সাবেক এমপি প্রজ্বলের যাবজ্জীবন