জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১০ বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী ৭৯ জন। তাঁদের আজীবন ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাবেক সনদ বাতিল ও স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, ১৫ জুলাই সন্ধ্যায় তৎকালীন বঙ্গবন্ধু হলের সামনে এবং ওই রাতেই উপাচার্যের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর তদন্ত কমিটির প্রতিবেদনে ২২৯ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী জড়িত থাকার কথা বলা হয়।

গতকাল সোমবার বিকেলে সিন্ডিকেটের সভা শুরু হয়, শেষ হয় গভীর রাতে। পরে গতকাল রাত সাড়ে তিনটার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জনকে ২ বছরের জন্য বহিষ্কার, ৮ শিক্ষার্থীকে ১ বছর ও ৬ মাসের জন্য ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে যাঁদের পড়াশোনা আগেই শেষ; কিন্তু হামলায় জড়িত ছিলেন, এমন প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল করা হয়েছে। আর ৬ শিক্ষার্থীর সনদ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় ২০ বর্তমান শিক্ষার্থী ও ২০ প্রাক্তন শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়ছে।

আরও পড়ুনজুলাই গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত ছাত্রলীগের ২৮৯ নেতা-কর্মী সাময়িক বহিষ্কার১৮ মার্চ ২০২৫

উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান আরও বলেন, এসব ঘটনায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, পরিকল্পনাকারী ও ক্যাম্পাসে আগত পুলিশ সদস্যদের কার্যকলাপ শৃঙ্খলা অধ্যাদেশের আওতায় পড়ে না। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ৪০ শিক্ষার্থীর বিষয়ে অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবদুর রব বলেন, হামলার সঙ্গে তাঁদের বিরুদ্ধে জড়িত থাকার ভিডিও, ছবি বা কোনো সাক্ষ্য-প্রমাণ না মেলায় অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রত্যক্ষ-পরোক্ষ কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাঁদের জড়িত থাকার কোনো সূত্র দেখা যায়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে ফল-২০২৫ সেশনে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি উইকেন্ড প্রোগ্রাম।

যাঁরা আবেদন করতে পারবেন—

১. আবেদনকারীর সংশ্লিষ্ট যেকোনো সাবজেস্ট/ডিসিপ্লিনে কমপক্ষে অনার্সসহ ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছরের অনার্স এবং ১ বছরের মাস্টার্স ডিগ্রি।

২. শিক্ষাক্রমে কোনো তৃতীয় বিভাগ/ক্লাস অথবা সিজিপিএ ২.৫ এর (অথবা সমমান) নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক ডিগ্রি অথবা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. আবেদনপত্র অনলাইন অথবা বিভাগীয় কার্যালয়ে সরাসরি জমা দেওয়া যাবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে৪ ঘণ্টা আগেকোর্সের বিস্তারিত—

১.কোর্সের সময়কাল: ১ বছর, ৩ সেমিস্টার,

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার (অর্ধদিবস)।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদনপত্রের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষা: ২২ আগস্ট ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০টায়।

৩. ফলাফল প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫।

৪. মেধাতালিকা থেকে ভর্তি: ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৫।

৫.অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৫।

৬. ওরিয়েন্টেশন: ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।

বিস্তারিত তথ্য জানতে ঢু মারুন ওয়েবসাইটে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার আরটিপি বৃত্তি, টিউশন ফি মওকুফ, উপবৃত্তি-ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ ৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরিপ্রত্যাশীদের জন্য জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ
  • মানুষকে বাদ দিয়ে জুলাইয়ের চেতনা ধরে রাখা যাবে না
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট