জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে বাপ্পী চত্বরে গিয়ে শেষ হয়।

খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, পূর্ব থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, মুফতী নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি নাঈম ইসলাম, শ্রমিক মজলিসের মহানগর সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ মজল স র ইসল ম

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোনারগাঁয়ে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে রাসূল (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় সিরাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর আর তাওয়ামা আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করে শায়খ আবু তাওয়ামা সংসদ।

শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আমিনিয়া মাদ্রাসা সোনারগাঁয়ের মুহতামিম ও মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মহিউদ্দিন খান।

এ সময় সোনারগাঁয়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন,“রাসূল (সা.) এর জীবন হলো মানবজাতির জন্য পরিপূর্ণ দিকনির্দেশনা। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ আমাদের জন্য পথপ্রদর্শক। আজকের সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভাজন দূর করতে হলে রাসূল (সা.) এর জীবনাদর্শকে অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।”

তিনি আরও বলেন,“নবী করীম (সা.) ছিলেন একজন পরিপূর্ণ নেতা, ন্যায়বিচারক ও সমাজ সংস্কারক। তাঁর শিক্ষাকে কাজে লাগাতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও দুর্নীতি দূর করা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট (মিনার প্রতীকে) মনোনীত এমপি প্রার্থী নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁ) মাওলানা আব্দুদ দাইয়ান, জাতীয় যুবশক্তির(এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী তুহিন মাহমুদ।

এই সময় মুহতামিম হাবিবপুর মাদ্রাসা মাওলানা কামাল হোসেন,খতিব চিলার বাগ জামে মসজিদ মাওলানা মুফতি মোশারফ হোসেন,মুহতামিম ভাটি বন্দর মাদ্রাসা মাওলানা মোহাম্মাদুল্লাহ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, বিজয় নবধনি সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক সহ সোনারগাঁয়ের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে রাসূল (সা.) এর আদর্শে উদ্বুদ্ধ করা হবে এবং ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে : খেলাফত মজলিস
  • আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : মাও. জব্বার
  • সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
  • চাষাড়া রেলস্টেশন ও ইসদাইরে যৌথবাহিনীর অভিযানে ৯ জনকে কারাদন্ড, আটক ১৮
  • ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ
  • পাঁচ দফা দাবিতে খেলাফত মজলিসের গণ‌মি‌ছিল
  • সোনারগাঁয়ে সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • নিরাপত্তা ও সুরক্ষার আধুনিক প্রযুক্তিপণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ