জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে বাপ্পী চত্বরে গিয়ে শেষ হয়।

খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, পূর্ব থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, মুফতী নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি নাঈম ইসলাম, শ্রমিক মজলিসের মহানগর সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ মজল স র ইসল ম

এছাড়াও পড়ুন:

জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

জুলাই গণঅভ্যুথ্যানের ১ম বর্ষপূর্তি  উপলক্ষে নারায়ণগঞ্জ প্রতিবেশ আন্দোলন বিনামূল্যে গাছের চারা বিতরন করেছে। মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  এ গাছের চারা বিতরণ করা হয়। 

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাব্বী, সদস্য সচিব সাদিক হাসান, সদস্য আওলাদ হোসেন, তাইদ নূর, রফিকুল বাপ্পী ও অন্যান্য সদস্যবৃন্দ।এ সময় তাদের সাথে অংশগ্রহন করেন মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মোঃ বিপ্লব খান, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাশ ও মহানগর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় রাইসুল রাব্বী বলেন, আমরা একটি প্রাকৃতিক ভারসম্যপূর্ণ সমাজ চাই। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আকাঙ্খা ছিলো বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার যেখানে প্রাণ-প্রকৃতি ও পরিবেশের ভারসম্য বজায় থাকবে।

পৃথিবী শুধু মানুষের নয় বরং এটি সকল প্রাণের আধার। সকল প্রাণের হক আদায় করা আমাদের কর্তব্য।সবুজায়নের অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। আমরা আশা করবো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা পরিবেশ বিষয়ে উদাসীন না হয়ে মনযোগী হবেন। 

সদস্য সচিব সাদিক হাসান বলেন, আমরা একটি বাসযোগ্য পৃথিবী চাই। বর্তমানে আমাদের দেশে বনায়নের পরিমান প্রয়োজনের তুলনায় অনেক কম যা দেশকে মরুকরনের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশের আবহাওয়া বিপন্নের দিকে যাচ্ছে। সরকারের উচিত পরিবেশ প্রকৃতিকে গুরুত্ব দেয়া।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বন্দরে বিএনপির বিজয় র‌্যালি
  • জুলাই স্মৃতিস্তম্ভে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী
  • জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ
  • চকরিয়ায় জামায়াতের গণমিছিল, বিএনপির ঘাঁটিতে ‘শক্তি প্রদর্শন’
  • ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী: ঢাবি উপাচার্য
  • জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান
  • যুগান্তকারী নেতৃত্বের প্রস্তুতিপর্বের খতিয়ান
  • উড়োজাহাজে থাপ্পড়ের শিকার যাত্রীর খোঁজ মিলেছে, ঘটনার সময় ভয়ে কাঁপছিলেন তিনি
  •  সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী ফারুক মুন্সিকে সংবর্ধনা