ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে লড়াই করবেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাঙ্গুলী নিজে এ খবর নিশ্চিত করেছেন। গাঙ্গুলী জানিয়েছেন, তিনি বার্ষিক সাধারণ সভার আগে নিজের মনোনয়ন জমা দেবেন।

ভারতের আরেকটি সংবাদমাধ্যম দৈনিক ‘আজকাল’ জানিয়েছে, গতকাল গাঙ্গুলী নির্বাচন করার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। নির্বাচনের আয়োজন না করে সবার সম্মতির ভিত্তিতে সভাপতি বেছে নেওয়াও হতে পারে।

সব মিলিয়ে গাঙ্গুলী প্রতিদ্বন্দ্বিতায় নামলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে সিএবি সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তাঁর মেয়াদ শেষ। এরই মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা।

বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন সৌরভ গাঙ্গুলী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল পাকিস্তান

ফয়সালাবাদে ফয়সালার আগে চরম নাটকীয়তা! ম্যাচটা দেখে থাকলে এমন মনে হওয়াই স্বাভাবিক।

পাকিস্তানের ড্রেসিংরুমে তখন মুখ গোমড়া করে ছিলেন বাবর আজম, সালমান আলী আগার মাথায় হাত। মুহূর্তের মধ্যেই কী হতে যেন কী হয়ে যাচ্ছিল।

৬ উইকেট হাতে নিয়ে এক সময় ২৭ বলে মাত্র ২৩ রান দরকার ছিল পাকিস্তানের। ক্রিজে দুই থিতু ব্যাটসম্যান সালমান ও হুসেইন তালাত।

এরপর লুঙ্গি এনগিডি এই জুটি ভাঙতেই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামল। হাসান নেওয়াজ ও সালমানকে ফেরানোর পর জয়ের সম্ভাবনা জাগাল দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ নেওয়াজকে আউট করার পর প্রোটিয়ারা ম্যাচটা আরও জমিয়ে তুলল।

তবে শেষ পর্যন্ত পারল না। ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তজার্তিক ক্রিকেট ফেরার দিনে সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল পাকিস্তান। ড্রেসিংরুমের সবাই ফেললেন স্বস্তির নিশ্বাস। শহরটির ক্রিকেটপ্রেমীরা হাসিমুখেই বাড়ির পথে যাত্রা করলেন।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান লক্ষ্যে পৌঁছাল ২ উইকেট আর ২ বল হাতে রেখে। এ জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

এ ম্যাচ দিয়েই পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শাহিন আফ্রিদির। দলকে জিতিয়েই তিনি মাঠ ছাড়লেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৪৯.১ ওভারে ২৬৩ অলআউট (ডি কক ৬৩, প্রিটোরিয়াস ৫৭, ম্যাথু ব্রিটজকে ৪২, বশ ৪১; নাসিম ৩/৪০, আবরার ৩/৫৩, আইয়ুব ২/৩৯)।

পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৬৪/৮ (সালমান ৬২, রিজওয়ান ৫৫, ফখর ৪৫, আইয়ুব ৩৯; বশ ২/৩২, এনগিডি ২/৪৬, ফেরেইরা ২/৫৩)।

ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ তে এগিয়ে।

সম্পর্কিত নিবন্ধ