ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে লড়াই করবেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাঙ্গুলী নিজে এ খবর নিশ্চিত করেছেন। গাঙ্গুলী জানিয়েছেন, তিনি বার্ষিক সাধারণ সভার আগে নিজের মনোনয়ন জমা দেবেন।

ভারতের আরেকটি সংবাদমাধ্যম দৈনিক ‘আজকাল’ জানিয়েছে, গতকাল গাঙ্গুলী নির্বাচন করার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। নির্বাচনের আয়োজন না করে সবার সম্মতির ভিত্তিতে সভাপতি বেছে নেওয়াও হতে পারে।

সব মিলিয়ে গাঙ্গুলী প্রতিদ্বন্দ্বিতায় নামলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে সিএবি সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তাঁর মেয়াদ শেষ। এরই মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা।

বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন সৌরভ গাঙ্গুলী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় দাঁড়ি‌য়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার শিবগঞ্জে সড়কে দাঁড়ি‌য়ে থাকা আলুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত দুজন হলেন- পাথর‌বোঝাই ট্রা‌কের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং তার সহকারী ইমরান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, রংপুরগামী আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ