কক্সবাজারে সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Published: 6th, August 2025 GMT
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটোয়ারটেক সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানিয়েছেন, ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কোনো কাপড় ছিল না এবং মুখে তিনটি ক্ষতচিহ্ন আছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়সার জানিয়েছেন, সৈকতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আধ ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় থেকে সরলেন শিক্ষার্থীরা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা সাত কলেজের বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।