চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী আহত
Published: 6th, August 2025 GMT
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন শাহরিয়ার প্রথম আলোকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০–৩৫ শিক্ষার্থী নিয়ে তাঁদের নিজস্ব বাসটি ক্যাম্পাসে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে দুটি বাসের চালক পলাতক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
জেন-জি সাজপোশাকের কোন স্টাইল ফলো করছে
নিজেকে নিজের মতো করেই তৈরি করতে চান এখন কিশোর-তরুণেরা। আর কাজটা করতে গিয়ে নিখুঁত হওয়ার কোনো চেষ্টাই তাঁরা করছেন না। পরিবর্তে সাজে, পোশাকে, জীবনযাপনে বেছে নিচ্ছেন অকৃত্রিমতা। বিদেশি ফ্যাশনের মধ্যেই ধারণ করছেন দেশীয়পনা। আর সবার ওপরে রাখছেন নিজস্বতা। যা ভালো লাগে, তা–ই জীবনের সঙ্গে জুড়ে নিচ্ছেন মুক্তমনা এই কিশোর-তরুণেরা।
স্টাইলে প্রাধান্য পাচ্ছে আরাম