৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম
Published: 6th, August 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ও শাখা ছাত্রশিবির পৃথক বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করে। তবে নীরব দর্শকের ভূমিকায় ছিল ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ ক্যাম্পাসের অন্যান্য বাম ছাত্রসংগঠনগুলো।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজয় র্যালিতেও তাদের উপস্থিতি মেলেনি। তবে সকাল থেকে নানা কার্যক্রমে বেশ সক্রিয় ভূমিকায় ছিল শাখা ছাত্রশিবির। এদিন বিকেল ৪টায় ‘জুলাই জাগরণ’ র্যালিও করে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে বামপন্থি ছাত্র সংগঠনগুলো বর্তমানে ব্যস্ত সময় পার করছে। আগামী ৭ আগস্ট থেকে আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের তালিকা প্রকাশসহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এছাড়া সংখ্যা কম হওয়ায় অনেক সংগঠন প্রশাসনের আয়োজিত র্যালিতে সংহতি জানিয়ে আলাদা করে কোনো কর্মসূচি পালন করেনি।
আরো পড়ুন:
আওয়ামী শিক্ষক-কর্মকর্তাদের ছবিসহ তালিকা প্রদর্শন করবে রাবি ছাত্রদল
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন
এ বিষয়ে রাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমরা সংখ্যায়ও কম এবং সবাই ছড়িয়ে-ছিটিয়ে আছে, সে কারণেও সম্ভব হয়নি। রাকসু নির্বাচন নিয়ে আমরা পরিকল্পনার মধ্যে আছি। তাই সামনেও এ নিয়ে কর্মসূচির পরিকল্পনা নেই।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আজ আমরা সংগঠনের পক্ষ থেকে আলাদা কোনো কর্মসূচি করিনি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের র্যালিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছি। এর আগে, আমরা মাসব্যাপী প্রোগ্রাম করেছি। গত ২ তারিখেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।”
কর্মসূচির বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশের প্রথম বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আজকের বিজয় র্যালিতে অংশগ্রহণ করে ছাত্রশিবির। তাছাড়া গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৪টায় বিনোদপুর থেকে তালাইমারি ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ র্যালিও আয়োজন করা হয়েছে।”
তিনি বলেন, “আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি। তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকব।”
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, “গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। তবে সোমবার (৪ আগস্ট) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ আগস্ট আওয়ামীপন্থি শিক্ষকদের ছবি প্রকাশসহ আমরা ভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.
তিনি বলেন, “আসলে বর্তমানে আত্মদ্বন্দ্বে নিজেদের মধ্যে জটিল সমীকরণ কাজ করছে। দেশব্যাপী আজ অনেকেই দ্বিধাবিভক্ত। আমাদের পারস্পরিক দ্বন্দ্ব লেগে আছে, সেটিও বড় কারণ হতে পারে।”
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল উপলক ষ আম দ র আওয় ম আগস ট
এছাড়াও পড়ুন:
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ দুটি পিকআপ ভ্যানে করে ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়।
এ চালানটি রপ্তানি করেছে যশোরের বেনাপোলের প্রতিষ্ঠান মাহতাব অ্যান্ড সন্স। আমদানিকারক হলেন— আগরতলার পরিতোষ বিশ্বাস।
আখাউড়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে শর্তসাপেক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ৫৩টি বক্সে করে দুটি পিকআপে ১ হাজার ১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরো কিছু ইলিশ রপ্তানি করার কথা রয়েছে।
ঢাকা/পলাশ/রফিক