পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের টারবাইনে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের ‘কোল্ড অ্যান্ড হট’ পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। পরীক্ষার পর টারবাইনে বাষ্প সরবরাহের জন্য পাইপলাইনগুলো কার্যকর বলে বিবেচনা করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। প্রকল্পে দুটি ইউনিটের প্রতিটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার আগে এ জাতীয় পরীক্ষা বাধ্যতামূলক। এর মাধ্যমে টারবাইন যন্ত্রপাতির নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করা হয়। দুই মেগাপ্যাসকেল চাপ ও ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ব্লো-ডাউন প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। নকশার চাহিদা অনুযায়ী প্যারামিটারগুলো নির্বাচন করা হয়। পাইপলাইনে কোনো ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ময়লা ও আবর্জনার কণা এবং আর্দ্রতা অবশিষ্ট থাকলে তা সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পরীক্ষা চলাকালে বায়ুমণ্ডলে সবেগে বাষ্প নির্গত হওয়ায় অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হয়। বিষয়টি আগে থেকেই স্থানীয় জনগণকে জানানো হয়েছিল। পরবর্তী ধাপে বাষ্প সরবরাহকারী পাইপলাইনকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে অধিক পরিমাণ বাষ্প ব্যবহার করে এই ব্লো-ডাউন প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা হবে। এতে কার্যক্রম চলাকালে যে লোড পড়বে, তার প্রায় কাছাকাছি লোডে যন্ত্রপাতির কার্যক্ষমতা নির্ধারণ করা সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, এ গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চালু ও গ্রিডে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সর্বাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরভিত্তিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ইউনিটটি আগামী কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহ করবে, যা বর্তমান চাহিদার মোটামুটি প্রায় ১০ শতাংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পপ র প প রকল প সরবর হ পর ক ষ ইউন ট

এছাড়াও পড়ুন:

যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার রাতে ঢাকার আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভালভ স্টেশনগামী ১০ইঞ্চি/১২ইঞ্চি/১৪ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্ন করার কাজে জরুরি মেরামত করা হবে। এজন্য আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০টা থেকে ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৬টা পর্যন্ত আট ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা/নঈমুদ্দীন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ১৮ জালে ধরা পড়ল মাত্র সাড়ে ৪ কেজি, সন্দ্বীপ চ্যানেলে যে কারণে কমছে ইলিশ
  • রাজশাহীর খাদ্যগুদামে চাল নিয়ে ‘চালবাজি’, কোটি টাকার কারসাজি
  • মির্জাপুরে তিতাসের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ২ দিনেও হয়নি মেরা
  • মির্জাপুরে গ্যাসের লাইনের পাইপ ফেটে সরবরাহ বন্ধ, ৩৯ ঘণ্টা পরও হয়নি মেরামত
  • ১২টি পাম্পের ৬টি অচল, পানি সরবরাহ কমায় বাসিন্দাদের দুর্ভোগ
  • সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত
  • সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, পৌনে দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
  • বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
  • যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না