পাঁচ গোলে জয়ে ফিরল লিভারপুল, বড় জয় চেলসিরও
Published: 23rd, October 2025 GMT
ফ্রাঙ্কফুর্ট ১-৫ লিভারপুল, চেলসি ৫-১আয়াক্স
মাঠে নামলেই হার, একটার পর একটা— এভাবেই কেটেছে লিভারপুলের গত এক মাস। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচে হেরে বসা ইংলিশ ক্লাবটি অবশেষে জয়ের দেখা পেয়েছে। সেটাও দাপুটে ফুটবল খেলেই।
আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচ-ডেতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আগের চার ম্যাচে মোটে ৩ গোল করতে পারা দলটির হয়ে আজ গোল করেছেন উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিম কোনাতে, কোডি গাকফো ও ডমিনিক সোবোসলাই।
লিভারপুলের মতো বড় জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসিও। স্টামফোর্ড ব্রিজে ডাচ ক্লাব আয়াক্সকে ৫-১ গোলে হারিয়েছে এনজো মারেসকার দল।
২৩ সেপ্টেম্বর লিগ কাপের তৃতীয় রাউন্ডে সাউদাম্পটনকে হারানোর পর থেকেই জয়খরায় ভুগছিল লিভারপুল।
বিস্তারিত আসছে .
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আপিলে জকসুর প্রার্থিতা ফিরে পেলেন ৬ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয় প্রার্থী। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা মোতাবেক পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে ১৫ জন জকসু নির্বাচন বিধি ১৫ (৬) মোতাবেক প্রার্থিতা বহালের জন্য আপিল করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ছয়জনের আপিল মঞ্জুর করা হয়।
আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া শিক্ষার্থীরা হলেন স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মিঠুন চন্দ্র রায়, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী বিগ্রেড’ প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী মুগ্ধ আনন, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম এবং স্বতন্ত্র প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হাসনান আল সাবিত, মো. জাহিদুল ইসলাম রিফাত ও মো. শিহাব উদ্দীন হিফজু।
জকসু নির্বাচনে লড়তে ফরম সংগ্রহ করেন ২৬৭ জন। পরে ২১টি পদের বিপরীতে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক প্রার্থী তালিকা থেকে ১৭ জন বাদ পড়েন। এরপর ১৯৪ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ‘বাদ পড়ে যাওয়া প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রার্থিতার অনুমোদন দেওয়া হয়।’