প্রায় তিন দশক আগে একটি শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার উত্থান পর্ব শুরু হয়। এরপরে তিনি তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বর্তমানে প্রেসিডেন্ট।  তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপের কথা বলছি।

এক সময় তিনি রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন। তিনিই হয়ে উঠেছেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৯৪ সালে তিনি ইস্তাবম্বুলের মেয়র নির্বাচিত হন। তখন থেকেই তার জনপ্রিয়তা শুরু। 

সারোয়ার আলম, সাংবাদিক, আঙ্কারা বলেন, ‘‘ইস্তাম্বুলের আবর্জনার সমস্যা, ইলেক্ট্রিসিটি সমস্যা, পানি সমস্যাসহ আরও যত সমস্যা ছিলো সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য তিনি যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছেন বলে তখন মনে করা হতো। সেই কাজের মাধ্যমে তিনি ইস্তাম্বুলের মানুষের মন জয় করতে পেরেছিলেন। সেই সময়ের রাজনীতির যে অবস্থা সেই অবস্থা থেকেও বলা যায় যে, ফায়দা নিয়েছিলেন। অর্থাৎ তখন যে কোয়ালিশন সরকার ছিলো, সেই কোয়ালিশন সরকার আসলে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার পরে নির্বাচন হয়। সেই নির্বাচনে তিনি একটা জিনিস দেখান—যদি এককভাবে নির্বাচিত হওয়া যায়, তাহলে কোয়ালিশন সরকারের যে সমস্যা সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এবং রাষ্ট্রকে আরও স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবো। ’’

আরো পড়ুন:

ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুই আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

২০০৩ সালে এরদোয়ান প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিন বার প্রধানন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি ২০১৪ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। 

দ্বিতীয় দফায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করেন। আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের পর তিনিই দেশটাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছেন। 

তবে বিশ্লেষকরা মনে করেন, তিনি ক্রমে গনতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে সরে গেছেন। মুসলিম মূল্যবোধের পক্ষে সরাসরি বক্তব্য দেওয়ার ফলেও তিনি তুরস্কের জনগণের কাছে জনপ্রিয়। 

ক্ষমতায় এসে প্রথম সাত বছরে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নের দিকে যথেষ্ট নজর দেন। কাজের ওপর ভিত্তি করেই তিনি নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সাত বছরে তিনি কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আনেন। যেমন –সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা খর্ব করার চেষ্টা করেন। 

সামরিক অভ্যুত্থান, অর্থনৈতিক সমস্যা, লিরার মান পতনের মতো সমস্যাগুলো তাকে মোকাবিলা করতে হয়েছে। 

তুর্কীর সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছিলো কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপরেই বিরোধীদের ওপর শুরু করেন ব্যাপক অভিযান। ৫০ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়। চাকরিচ্যুত হন প্রায় দেড় লাখ সৈনিক, সরকারি চাকরিজীবী, শিক্ষক ও বিচারক। 

সূত্র: বিবিসি

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত রস ক ত রস ক র সমস য সরক র ক ষমত

এছাড়াও পড়ুন:

২৫ বছর পর সেই বেনফিকাতে ফিরলেন মরিনিও

চক্র পূরণ করে ২৫ বছর পর আবার বেনফিকায় ফিরলেন জোসে মরিনিও। ২০০০ সালে এই বেনফিকার দায়িত্ব নিয়েই প্রধান কোচের ভূমিকায় কাজ শুরু করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে মরিনিও ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা। পর্তুগালের শীর্ষ লিগের সফলতম এই ক্লাবের সঙ্গে মরিনিও চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

দুই যুগের বেশি সময় আগে বেনফিকায় পেশাদার কোচিং শুরুর পর মাত্র ১১ ম্যাচ দায়িত্ব পালন করেছিলেন মরিনিও। সেই ১১ ম্যাচে তাঁর দলের জয় ছিল ৬টিতে, ড্র ৩টি, ২টিতে হার।

এরপর ২০০১ সালে বেনফিকা ছেড়ে যোগ দেন আরেক পর্তুগিজ ক্লাব উনিআঁউ দ্য লাইরিয়াতে। সেখানেও এক মৌসুম দায়িত্ব পালন করে যোগ দেন পোর্তোয়। পোর্তোর হয়ে টানা দুটি লিগ জেতার পাশাপাশি ২০০৩–০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগও জেতেন মরিনিও।

আরও পড়ুনএক বছরে ৫ বিতর্ক, অবশেষে বরখাস্ত মরিনিও২৯ আগস্ট ২০২৫

এ সাফল্যই ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলোর দুয়ার খুলে দেয় মরিনিওর জন্য। ২০০৪ সালে তিনি যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। সেখানে জেতেন দুটি প্রিমিয়ার লিগ। এরপর পর্তুগিজ এই কোচ একে একে দায়িত্ব পালন করেন ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় মেয়াদে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এএস রোমা ও ফেনেরবাচের মতো ক্লাবে।

মরিনিও যখন প্রথম মেয়াদে বেনফিকায় ছিলেন

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়াবাসীর বিক্ষোভ
  • ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
  • রাজশাহীতে মাদ্রাসায় দফায় দফায় শিক্ষার্থীকে নির্যাতন
  • এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ
  • লোকসানে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’ বন্ধ 
  • সুপার ফোরে একাধিক বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত
  • হাত না মেলানো, বর্জনের হুমকি আর ম্যাচ রেফারির ক্ষমাপ্রার্থনা—এরপর সামনে কী
  • ‎১০ জনের কিংস ৪ গোলে উড়িয়ে দিল মোহামেডানকে
  • সে দিন ৪ মিনিট আগে খবর পেয়েছিলেন পাইক্রফট, এরপর দুবাইয়ে যা ঘটেছিল
  • ২৫ বছর পর সেই বেনফিকাতে ফিরলেন মরিনিও