চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
Published: 13th, August 2025 GMT
ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার বেলা পৌনে ১২টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্য লাইনে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক হয়। বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা আইসিপি ক্যাম্পের কমান্ডার এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ডার উপস্থিত ছিলেন।
আলোচনার একপর্যায়ে বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদে বাস করছিলেন।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফেনী সীমান্তে ৬ চোরাকারবারি আটক
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফেরত পাওয়ার পরে বিস্তারিত জানানো হবে।’’
ঢাকা/সাহাব/রাজীব