ঝটিকা মিছিলের পরিকল্পনা, আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি
Published: 10th, November 2025 GMT
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতা–কর্মী গ্রেপ্তার করেছে ডিবি।
গতকাল রোববার রাতে একাধিক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া নেতা–কর্মীদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এর আগে ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করার অভিযোগে গতকাল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর স গঠন র সহয গ আওয় ম
এছাড়াও পড়ুন:
বারবার ফাউল ও দুয়োর শিকার হয়ে রেফারিকে ‘খারাপ ও অহংকারী’ বললেন নেইমার
চোটজর্জর নেইমারকে এখন খেলতে দেখা যায় কালেভদ্রে। যে কয়েক মিনিট খেলেন, তাতে ফুটবলশৈলীর চেয়ে বিতর্কের জন্ম দিয়েই তিনি বেশি আলোচনায় আসেন।
সম্প্রতি চোট কাটিয়ে ফেরা নেইমার গত রাতে ব্রাজিলিয়ান লিগে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর সান্তোসের শুরুর একাদশে ফিরেছেন। কিন্তু নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারেননি।
মারাকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর কাছে ৩-২ গোলে হেরেছে সান্তোস। নেইমার না পেয়েছেন গোল, না করেছেন অ্যাসিস্ট। এ হারে অবনমনের শঙ্কা আরও বেড়েছে তাঁর দলের। বিপরীতে পালমেইরাসের সঙ্গে সমান ৬৮ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে ফিলিপে লুইসের ফ্লামেঙ্গো।
খুব একটা ভালো খেলতে না পারলেও একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। মাঠে ফ্লামেঙ্গোর খেলোয়াড়েরা তাঁকে বারবার ফাউল করছিলেন আর গ্যালারি থেকে ফ্লামেঙ্গোর সমর্থকেরা দিচ্ছিলেন দুয়োধ্বনি, ‘নেইমার, তুমি গোল্লায় যাও!’ এ নিয়ে রেফারি সাভিও সাম্পাইয়োকে অভিযোগ জানাতে চাইলেও প্রতিকার পাননি। উল্টো সাম্পাইয়ো তাঁকে হলুদ কার্ড দেখান এবং হুমকি দেন।
পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় ম্যাচের ৮৫ মিনিটে নেইমারকে তুলে নিয়ে বেঞ্জামিন রোলহেইসারকে নামান সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোদা। এতে রেগে গিয়ে বেঞ্চের পাশে রাখা পানির বোতলে লাথি মারেন নেইমার। পানি গিয়ে পড়ে কয়েকজন সতীর্থ খেলোয়াড়ের গায়ে। এরপর মন খারাপ করে সোজা মারাকানার ড্রেসিংরুমে চলে যান নেইমার। তাঁকে তুলে নেওয়ার পর সান্তোস দুটি গোল শোধ করতে পারলেও হার এড়াতে পারেনি।
ম্যাচ শেষে নেইমার রেফারি সাভিও সাম্পাইয়োর বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, ‘সম্মান জানিয়েই বলছি, তিনি (রেফারি) খুব খারাপ ও অহংকারী। রেফারিরা সব সময় বলে থাকেন, শুধু দলের অধিনায়ক তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন। অন্য কেউ কথা বলতে গেলেই তাঁরা পেছনে ঘুরে যান, হুমকি দেন।’
রেফারির কাছে যাওয়াতেই হলুদ কার্ড দেখেছেন বলে দাবি নেইমারের, ‘আজ (কাল) আমাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে কারণ, আমি তাঁর কাছে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, “তুমি যদি আমার কাছে আসো, তাহলে তোমাকে হলুদ কার্ড দেখাব।” আমি জানতে চেয়েছিলাম, কেন? কারণ, আমার মনে হয়েছিল ফ্লামেঙ্গো গোল করার সময় ব্রাজাওকে (সান্তোসের গোলকিপার) ফাউল করা হয়েছিল। এ ধরনের ভুল ব্রাজিলের রেফারিংয়ে বারবার দেখা যায়। আবারও বলছি, এই ম্যাচে রেফারির আচরণ ছিল সত্যিই ভয়ানক।’
ব্রাজিলিয়ান লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা সান্তোসের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে, প্রতিপক্ষ শীর্ষে থাকা পালমেইরাস।