মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির ‘খুব অসৎ’ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বিবিসির মহাপরিচালক টিম ডেভির পদত্যাগকে স্বাগত জানান। পাঁচ বছর দায়িত্ব পালনের পর গতকাল রোববার রাতে টিম ডেভি পদত্যাগ করেন।

টিম ডেভির পদত্যাগের কারণ হচ্ছে বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করা। এটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে দর্শক বিভ্রান্ত হতে পারেন বলে অভিযোগ উঠেছে। তথ্যচিত্র দেখে মনে হয়েছিল, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি বক্তৃতায় তাঁর সমর্থকদের ক্যাপিটল ভবনে ‘তুমুল লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে বিতর্ক ও তাদের কেলেঙ্কারির সর্বশেষ ঘটনা ছিল। এই একই কারণে টিম ডেভির পাশাপাশি নিউজ বিভাগের সিইও ডেবোরা টারনেসও পদত্যাগ করেছেন।

গতকাল রোববার সন্ধ্যায় ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বিবিসির শীর্ষস্থানীয় ব্যক্তিরা, বস টিম ডেভিসহ সবাই পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন। কারণ, তাঁরা ৬ জানুয়ারির আমার খুব ভালো বক্তৃতাটিকে “বিকৃত” করতে গিয়ে ধরা পড়েছেন।’

ট্রাম্প আরও যোগ করেন, এই দুর্নীতিগ্রস্ত ‘সাংবাদিকদের’ মুখোশ খুলে দেওয়ার জন্য দ্য টেলিগ্রাফ সংবাদমাধ্যমকে ধন্যবাদ। এরা খুব অসৎ লোক, যাঁরা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

পদত্যাগের পরে এক বিবৃতিতে টিম ডেভি বলেন, ‘কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমাকেই চূড়ান্ত দায়িত্ব নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘এই পদত্যাগ সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদত য গ য গ কর

এছাড়াও পড়ুন:

বারবার ফাউল ও দুয়োর শিকার হয়ে রেফারিকে ‘খারাপ ও অহংকারী’ বললেন নেইমার

চোটজর্জর নেইমারকে এখন খেলতে দেখা যায় কালেভদ্রে। যে কয়েক মিনিট খেলেন, তাতে ফুটবলশৈলীর চেয়ে বিতর্কের জন্ম দিয়েই তিনি বেশি আলোচনায় আসেন।

সম্প্রতি চোট কাটিয়ে ফেরা নেইমার গত রাতে ব্রাজিলিয়ান লিগে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দুই মাস পর সান্তোসের শুরুর একাদশে ফিরেছেন। কিন্তু নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারেননি।

মারাকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর কাছে ৩-২ গোলে হেরেছে সান্তোস। নেইমার না পেয়েছেন গোল, না করেছেন অ্যাসিস্ট। এ হারে অবনমনের শঙ্কা আরও বেড়েছে তাঁর দলের। বিপরীতে পালমেইরাসের সঙ্গে সমান ৬৮ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে ফিলিপে লুইসের ফ্লামেঙ্গো।

খুব একটা ভালো খেলতে না পারলেও একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। মাঠে ফ্লামেঙ্গোর খেলোয়াড়েরা তাঁকে বারবার ফাউল করছিলেন আর গ্যালারি থেকে ফ্লামেঙ্গোর সমর্থকেরা দিচ্ছিলেন দুয়োধ্বনি, ‘নেইমার, তুমি গোল্লায় যাও!’ এ নিয়ে রেফারি সাভিও সাম্পাইয়োকে অভিযোগ জানাতে চাইলেও প্রতিকার পাননি। উল্টো সাম্পাইয়ো তাঁকে হলুদ কার্ড দেখান এবং হুমকি দেন।

পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় ম্যাচের ৮৫ মিনিটে নেইমারকে তুলে নিয়ে বেঞ্জামিন রোলহেইসারকে নামান সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোদা। এতে রেগে গিয়ে বেঞ্চের পাশে রাখা পানির বোতলে লাথি মারেন নেইমার। পানি গিয়ে পড়ে কয়েকজন সতীর্থ খেলোয়াড়ের গায়ে। এরপর মন খারাপ করে সোজা মারাকানার ড্রেসিংরুমে চলে যান নেইমার। তাঁকে তুলে নেওয়ার পর সান্তোস দুটি গোল শোধ করতে পারলেও হার এড়াতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার রেফারি সাভিও সাম্পাইয়োর বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, ‘সম্মান জানিয়েই বলছি, তিনি (রেফারি) খুব খারাপ ও অহংকারী। রেফারিরা সব সময় বলে থাকেন, শুধু দলের অধিনায়ক তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন। অন্য কেউ কথা বলতে গেলেই তাঁরা পেছনে ঘুরে যান, হুমকি দেন।’

রেফারির কাছে যাওয়াতেই হলুদ কার্ড দেখেছেন বলে দাবি নেইমারের, ‘আজ (কাল) আমাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে কারণ, আমি তাঁর কাছে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, “তুমি যদি আমার কাছে আসো, তাহলে তোমাকে হলুদ কার্ড দেখাব।” আমি জানতে চেয়েছিলাম, কেন? কারণ, আমার মনে হয়েছিল ফ্লামেঙ্গো গোল করার সময় ব্রাজাওকে (সান্তোসের গোলকিপার) ফাউল করা হয়েছিল। এ ধরনের ভুল ব্রাজিলের রেফারিংয়ে বারবার দেখা যায়। আবারও বলছি, এই ম্যাচে রেফারির আচরণ ছিল সত্যিই ভয়ানক।’

ব্রাজিলিয়ান লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা সান্তোসের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে, প্রতিপক্ষ শীর্ষে থাকা পালমেইরাস।

সম্পর্কিত নিবন্ধ