শনিবার রাত থেকেই অপেক্ষায় ছিলেন আসামবাসী। শেষবারের মতো ফিরবেন তাঁদের গর্ব জুবিন গার্গ। ভোর থেকেই বিমানবন্দরে ভিড় বাড়তে থাকে। রোববার সকালে গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর মরদেহ। স্ত্রী গরিমা গার্গ এবং আসাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। এরপর ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় ভিআইপি গেট দিয়ে।

আসামজুড়ে মানুষ গুয়াহাটিতে ছুটে এসেছেন প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ সেপ্টেম্বর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২৩.০৭ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ৩০৭টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।

এদিন ডিএসইতে মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, সিএসইেত সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৩৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮.৫৮ পয়েন্ট কমে ১৫ হাজার ১৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৩.০১ পয়েন্ট কমে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭১.৪৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২টি কোম্পানির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

‎সিএসইতে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি//

সম্পর্কিত নিবন্ধ