‘কোনো জালে একটি বা দুটি ইলিশ, আবার কোনো জাল খালি। এভাবে ১৮টি জাল মিলিয়ে ধরা পড়েছে মাত্র সাড়ে ৪ কেজি ইলিশ। অথচ ইলিশ ধরতে গিয়ে খরচ হচ্ছে দামের চেয়ে কয়েক গুণ।’ হতাশ হয়ে ঘাটে ফিরে কথাগুলো বলেন জেলে বিপ্লব জলদাস।

গতকাল শনিবার বেলা দুইটার দিকে কুমিরা ঘাটে তাঁর সঙ্গে কথা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের উত্তর জেলেপাড়ায়। মৌসুম শুরু হওয়ায় গত জুনের মাঝামাঝি বঙ্গোপসাগরের মোহনায় জাল বসিয়েছিলেন তিনি। বিপ্লব জলদাস বলেন, ইলিশের মৌসুম শেষ পর্যায়ে। আর চার থেকে পাঁচ দিন ইলিশ পাওয়া যেতে পারে। এরপর সাগরের ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হবে। অন্য বছর এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, তবে এ বছর ইলিশ নেই বললেই চলে।

নিজের হতাশার কথা উল্লেখ করে বিপ্লব জলদাস বলেন, বঙ্গোপসাগরের মোহনায় একবার যাওয়া–আসায় তাঁর জ্বালানি তেল খরচ হয় পাঁচ লিটার। দিনে চারবার জালের কাছে যেতে হয়। তাঁর সঙ্গে চারজন শ্রমিক থাকেন। প্রতি শ্রমিকের বেতন ও আনুষঙ্গিক খরচ মিলে দিতে হয় ১ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে তাঁর দিনের খরচ ছয় হাজার টাকা। কিন্তু ইলিশ বিক্রি করে কখনো দুই হাজার, কখনো তিন হাজার পান। যে সাড়ে চার কেজি ইলিশ তিনি পেয়েছেন, তা আড়াই হাজার টাকা বিক্রি করেছেন।

‘৩৫ বছর ধরে জেলেদের থেকে পাইকারি ইলিশ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছি। দীর্ঘ এ ব্যবসায়ী জীবনে এত কম ইলিশ দেখিনি। এভাবে চলতে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’—ইলিশের পাইকার নুরুল আমিন।

অবশ্য শুধু বিপ্লব জলদাস নয়, সীতাকুণ্ডের সাগর উপকূলের অন্য জেলেদের অবস্থাও তাঁর মতো। গতকাল দুপুরে সরেজমিন কুমিরা ঘাটে গিয়ে দেখা যায়, পাইকারেরা বড় ছাতার অস্থায়ী ছাউনি নিয়ে ঘাটে অবস্থান নিয়েছেন। জেলেরাও ছোট খাঁচায় ইলিশ নিয়ে পাইকারের কাছে ফিরছেন। তাঁদের একজন জেলে কালাবাশি জলদাস। তিনি প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরের মোহনায় ২১টি জাল বসাতে তিনি সাড়ে ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন, তবে এক টাকাও শোধ করতে পারেননি। মাছ বিক্রির টাকা তেল আর শ্রমিকের খরচেই চলে যাচ্ছে।

পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আকারভেদে ইলিশকে ছয়টি শ্রেণিতে ভাগ করেছেন। এগুলো হলো ক্যানা (প্রতিটি ইলিশের ওজন ১০০ থেকে ২০০ গ্রাম), মনা (২০০ থেকে ৩৫০ গ্রাম), চেলি (সাড়ে ৩৫০ গ্রাম থেকে ৫৫০ গ্রাম), মাঝারি (৫৫০ থেকে ৯০০ গ্রাম), বড় (৯০০ থেকে ১ হাজার ২০০ গ্রাম) ও গ্রেট (১ হাজার ২০০ গ্রামের বেশি)। এর মধ্যে মণপ্রতি ক্যানা ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে দেড় হাজার ও গ্রেট ইলিশ এরও বেশি টাকায় বিক্রি হচ্ছে। তবে ঘাটে বড় ও গ্রেট ইলিশ হাতে গোনা কয়েকটি আসছে।

জানতে চাইলে পাইকার নুরুল আমিন প্রথম আলোকে বলেন, তিনি ৩৫ বছর ধরে জেলেদের থেকে পাইকারি ইলিশ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। দীর্ঘ এ ব্যবসায়ী জীবনে এত কম ইলিশ দেখেননি। এভাবে চলতে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

ইলিশ কিনতে ঘাটে ভিড় করছেন পাইকারেরা। তবে চাহিদার তুলনায় ইলিশ ধরা পড়ছে কম। গতকাল বেলা দুইটায় সীতাকুণ্ডে কুমিরা ঘাটে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার রাতে ঢাকার আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভালভ স্টেশনগামী ১০ইঞ্চি/১২ইঞ্চি/১৪ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্ন করার কাজে জরুরি মেরামত করা হবে। এজন্য আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০টা থেকে ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৬টা পর্যন্ত আট ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা/নঈমুদ্দীন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীর খাদ্যগুদামে চাল নিয়ে ‘চালবাজি’, কোটি টাকার কারসাজি
  • মির্জাপুরে তিতাসের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ২ দিনেও হয়নি মেরা
  • মির্জাপুরে গ্যাসের লাইনের পাইপ ফেটে সরবরাহ বন্ধ, ৩৯ ঘণ্টা পরও হয়নি মেরামত
  • ১২টি পাম্পের ৬টি অচল, পানি সরবরাহ কমায় বাসিন্দাদের দুর্ভোগ
  • সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত
  • সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, পৌনে দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
  • বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
  • যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না