‘বিপজ্জনক’ অভিষেককে যে বলে দ্রুত আউট করা সম্ভব, মিসবাহর পরামর্শ
Published: 21st, September 2025 GMT
১৬ বলে ৩০, ১৩ বলে ৩১, ১৫ বলে ৩৮—তিন ইনিংস মিলিয়ে স্ট্রাইক রেট ২২৫, যা এবারের এশিয়া কাপে সর্বোচ্চ। ছক্কা মেরেছেন ৭টি, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।
পিচ যেমনই হোক, প্রতিপক্ষে যে–ই হোক, শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাটিং করাকে যেন শিল্পে পরিণত করেছেন অভিষেক শর্মা। কেন তিনি আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান, সেটিও যেন বারবার প্রমাণ করে চলেছেন।
এশিয়া কাপে এখন পর্যন্ত ভারতের ব্যাটিং লাইনআপকে যে বিন্দুমাত্র পরীক্ষা দিতে হয়নি, সেটিরও বড় কারণ অভিষেক। তিনি ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালানোয় প্রতিপক্ষের বোলাররা যেমন শুরুতেই চাপে পড়ে যাচ্ছেন, তেমনি সতীর্থ ব্যাটসম্যানদের ওপর থেকেও দ্রুত রান তোলার চাপ অনেকটাই কমে যাচ্ছে।
এশিয়া কাপে ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালাচ্ছেন অভিষেক শর্মা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যানকে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচএম মোশারফ হোসেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এ পদে অধ্যাপক মোশারফকে মনোনীত করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:
পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা ঢাবি হল সংসদ নেতাসহ ৬ শিক্ষার্থী
ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ
নিয়োগপত্রে বলা হয়েছে, ডাকসু গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাপক মোশারফকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছেন উপাচার্য।
ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে পদের সংখ্যা ৩০টি। এর মধ্যে ২৮টি পদে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে নেতৃত্ব বাছাই করা হয়। বাকি দুটি পদের মধ্যে পদাধিকারবলে উপাচার্য সভাপতি হন এবং কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে মনোনীত করেন উপাচার্য।
নির্বাচিত পদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ। এরপর ১২টি সম্পাদকীয় পদ রয়েছে। বাকি ১৩টি কার্যনির্বাহী সদস্য পদ।
এবারের নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ভিপি, এস এম ফরহাদ জিএস ও মহিউদ্দীন খান এজিএস পদে জয়ী হন।
ঢাকা/সৌরভ/মেহেদী