রূপগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা:) কে  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১)  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে থানায় রুজু মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত্র এগারোটার দিকে উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রিতম দাস নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার স্বপন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিতম দাস তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিতমকে হেফাজতে নেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী প্রীতম দাস নামক এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট করে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ তার বাড়ির সামনে ভিড় জমায়। খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রিতমকে হেফাজতে নেই। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে স্বীকার করে।

আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এবং পুলিশ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি প্রচার হলে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ য বক য বক ন র য়ণগঞ জ প র তম দ স র পগঞ জ ফ সব ক

এছাড়াও পড়ুন:

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৫, গৃহহীন লাখো মানুষ

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দেশটির কর্মকর্তারা এ জানিয়েছেন। এটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। 

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৪৯ জন সেখানকার বাসিন্দা। বুধবার কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৭৫ জন নিখোঁজ এবং ১৭ জন আহত হয়েছেন।

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মানুষজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। পানির তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি ও কনটেইনার।

সরকারি হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত ব্যক্তিদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারের ছয়জন ক্রুও আছেন। সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহযোগিতার জন্য হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার আগুসান দেল সুর এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া চারটি হেলিকপ্টারের একটি ছিল এটি।

ফিলিপাইন বিমানবাহিনী বলেছে, ‘হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।’ পরে বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, পাইলটসহ ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে চার লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনশক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, ৬৬ জনের মৃত্যু১৫ ঘণ্টা আগে

ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় ও ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড় কালমায়েগির এক মাস আগে টানা দুটি ঝড় ডজনখানেক মানুষের প্রাণ হারিয়েছেন। এতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে দেশটিতে অতিবৃষ্টি ও নিম্নমানের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কালমায়েগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে ইতিমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ