সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা তৃণমূলে প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে মুছারচর একাদশ বনাম লস্কর বাড়ী ফাইটার টিমের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।

অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তার রেখে যাওয়া আদর্শকে ধারন করেই আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।

রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তৃণমূলে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে।”

তিনি আরও বলেন, “আজকের এ টুর্নামেন্ট তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপি সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে কাজ করে এসেছে। অচিরেই এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুইয়া, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনি প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে দলীয় রাজনৈতিক চেতনার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি উৎসাহিত করবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ফ টবল ন র য়ণগঞ জ ছ ত রদল র স ব ক স ন রগ ফ ইন ল অন ষ ঠ উপজ ল

এছাড়াও পড়ুন:

বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার

তথ্যের সত্যতা যাচাই না করে নারায়ণগঞ্জের বন্দরের কবি, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক কবির সোহেলের বিরুদ্ধে বন্দর থানায় করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

মারধরে আহত কিশোরের বড় ভাই অভিযোগের বাদি সোয়াইব হোসেন সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কবির সোহেলের পেইজে আপলোডের সত্যতা না পেয়ে অভিযোগটি প্রত্যাহার করেন। 

এলাকাবাসী জানান,  কয়েকজন কিশোর শুক্রবার বন্দরের বক্তারকান্দি এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বন্দরের বক্তারকান্দি এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে সায়েম(২০) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

উপস্থিত কয়েকজন সাংবাদিক এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে বন্দর প্রেস নামের একটি ফেইসবুক পেইজে ভিডিওটি আপলোড করা হয়। এতে ক্ষূব্দ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা কবির সোহেলকে নানা হুমকি দেয়। পরে তাকে অভিযুক্ত করে বন্দর থানায় মানহানির অভিযোগ দায়ের করে। 

এ ব্যাপারে  কবি, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক কবির সোহেল জানান, বন্দর প্রেস নামের যে ফেইসবুক পেইজে সংঘর্ষের ভিডিও আপলোড করা হয়েছে পেইজটি তার নয়। এই পেইজের অ্যাডমিনও তিনি নন। তিনি সংঘর্ষের কোন ভিডিও পোস্ট দেননি।

কোন যাচাই বাছাই ছাড়াই তাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। যার ফলে সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

কবির সোহেল জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে কাব্য সাধনায় ব্যস্ত। তিনি যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি, বন্দর নাগরিক কমিটির (বনাক) সাধারণ সম্পাদক , জাতীয় কবি সংগঠন অনুপ্রাস নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকসহ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

তিনি সামাজিক উন্নয়নে নানা কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রিমহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক
  • বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
  • সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াত ও অন্য দলের মতবিরোধ নিয়ে কী বললেন তারেক রহমান
  • গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ: তারেক
  • খালেদা জিয়া, পরিবারের কেউ নির্বাচনে ভূমিকায় থাকবেন কি না, জানালেন তারেক রহমান
  • বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত: গোয়েন লুইস
  • বিএনপির সেমিনারে বক্তারা: জ্ঞানভিত্তিক শিক্ষা গণতন্ত্রের সঙ্গে আন্তসম্পর্কিত
  • নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে হবে: আমীর খসরু
  • নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফেরাতে হবে: আমীর খসরু
  • জুলাই সনদ: গণভোটের ঝুঁকি যেখানে