সৃজিতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন মিথিলা
Published: 30th, September 2025 GMT
বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সংসার নিয়ে গুঞ্জনের শেষ নেই! শারদীয় দুর্গাপূজার ভিড়ের মাঝেই সৃজিতের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির কয়েকটি ছবি এই আলোচনাকে ফের সামনে এনেছে।
ঠিক এমন সময়ে একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন মিথিলা। কথায় কথায় উঠে আসে সৃজিত প্রসঙ্গও। মিথিলা বলেন, “২৪ জুলাইয়ের পর আমি আর কলকাতা যাইনি। আমার ভিসাই নেই।”
আরো পড়ুন:
মিথিলার মুকুটে নতুন পালক
অভিনয়ে তাহসান-মিথিলা কন্যা
তখনই সঞ্চালকের সোজাসাপটা প্রশ্ন—“অনেকেই বলছেন, সৃজিত এখন আর আপনার স্বামী নন। এটা কী সত্যি?” একদম শান্ত স্বরে মিথিলা জবাব দেন, “যারা বলছে, তারা বলছে। আমি কিছু বলব না।”
আবার প্রশ্ন আসে—তাহলে কি সৃজিত এখনো আপনার স্বামী? সামান্য বিরতির পর মিথিলা উত্তর দেন, “হ্যাঁ। পাসপোর্টে এখনো তার নাম আছে।”
২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন মিথিলা-সৃজিত। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছিলেন মিথিলা। মেয়ের স্কুলও বদল হয়েছিল সে সময়। তবে প্রায় দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকাতেই আছেন তিনি।
এরই মধ্যে মিথিলা নিজের ক্যারিয়ারে বড় অর্জন যোগ করেছেন। গত আগস্টে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। সামাজিক মাধ্যমে সেই সাফল্যে গর্ব প্রকাশ করে সৃজিত লিখেছিলেন, “অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ