নেত্রকোণায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 6th, October 2025 GMT
নেত্রকোণার মদনে কথা কাটাকাটির জেরে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হারুন একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের বাসিনন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা ও রুদ্রশ্রী গ্রামের অবস্থান পাশাপাশি। গতকাল সন্ধ্যায় কৃষি জমিতে কাজের জন্য শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে যান হারুন। সেখানে একটি বিষয় নিয়ে স্থানীয় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ
আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
একপর্যায়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন মিলে হারুনকে মারধর করেন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, “আমার চাচা শ্রমিকের খোঁজে পাশের গ্রামে যান। সেখানে শাহাবুদ্দিন ও তার সহযোগীরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার আগেই চাচা মারা যান।”
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইবাদ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ন হত উপজ ল
এছাড়াও পড়ুন:
গার্ডিয়ান লাইফ ও ক্লিনিকলের চুক্তি
প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্য একটি সমন্বিত বিমা এবং স্বাস্থ্যসেবা প্যাকেজ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এ ব্যাপারে তারা স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। গার্ডিয়ান লাইফের অতিরিক্ত এমডি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম এবং ক্লিনিকল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় গার্ডিয়ান লাইফের হেড অব মাইক্রোইনস্যুরেন্স আব্দুল হালিম ও ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং ক্লিনিকলের হেড অব বিজনেস সাদ এম মিলকান ও হেড অব টেকনোলজি সাবা শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।