Prothomalo:
2025-11-27@09:27:59 GMT

খালেদা জিয়া সিসিইউতে

Published: 27th, November 2025 GMT

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই এখন তাঁর চিকিৎসা হচ্ছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

আজ দুপুরে শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, ‘বেলা একটায় আমি এভারকেয়ার হাসপাতালে এসেছিলাম। চেয়ারপারসনের (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.

এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে।’

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।

২৩ নভেম্বর রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

তালাবদ্ধ গ্যারেজ আটকা যুবককে ১২ ঘণ্টা পর উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে নিজের মোটরবাইক গ্যারেজের ভেতর আটকে পড়া যুবক মো. রিফাতকে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের ইদ্রাকপুর এলাকার গ্যারেজের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাতে তাকে ভেতরে রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মচারীরা।

রিফাত ইদ্রাকপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রিফাত গ্যারেজের ভেতর ঘুমিয়ে পড়েন। কর্মচারীরা বাইরে থেকে গ্যারেজে তালা লাগিয়ে বাড়ি চলে যান। সকালে গ্যারেজ খুললে রিফাত বাড়ি ফিরতেন। আজ সকালে কর্মচারীরা গ্যারেজ খোলেননি। ফলে রিফাতের খোঁজে পরিবারের লোকজন গ্যারেজের সামনে আসেন। তারা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। 

তিনি আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা গ্যারেজের তালা ভেঙে রিফাতকে উদ্ধার করেন। রাতে ঘুমানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলের। তাকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ