ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে সরাইল বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ শুরু করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আগমন উপলক্ষে তড়িঘড়ি করে ইট বিছানো হচ্ছে। স্থানীয়রা বলছেন, এটি অর্থের অপচয়। তবে সওজ বলছে, এটি স্থায়ী সমাধানের অংশ। ব্রাহ্মণবাড়িয়া অংশে চার লেন প্রকল্পের কাজ আট বছর ধরে চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তবে সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমের স্ত্রী খাদিজা আক্তারকে জামিন প্রদান করেন আদালত। 

আরো পড়ুন:

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা: মামলা দায়ের

রামগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

পরে সোমবার আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে আদালত মোহাম্মদ আল মাসুদ করীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, দুদক পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে মাসুদের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। যেখানে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

এছাড়া ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া গেছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। তিনি পারিবারিক ব্যয় দেখিয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। 

তদন্তে মাসুদের ও স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা পাওয়া গেছে। এছাড়া ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা পাওয়া গেছে। 

অন্যদিকে, আসামি মোহাম্মদ আল মাসুদ করিমের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন জানান, এ মামলায় অভিযোগপত্র গ্রহণের সময় আদালত মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা উভয়ে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।”

তিনি বলেন, “শুনানি শেষে আদালত মোহাম্মদ আল মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।”

ঢাকা/ইমরান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ