ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট, ভোগান্তি
Published: 6th, October 2025 GMT
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মৈকুলি পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগ পোচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১০ থেকে উপজেলার যাত্রামড়া সংলগ্ন মহাসড়কে বড় একটি মালবাহী কভার্ড ভ্যান বিকল হয়ে যানজট শুরু হয়। দুপুর গড়িয়ে বিকাল তিনটার দিকে যানজট বেড়ে ৬ কিলোমিটারে বিস্তৃত হয়।
যাত্রী,পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারাব বিশ্বরোড গোলচত্বর থেকে বরাবো বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে খানা খন্দ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাটি দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানটি অতিক্রম করার সময় চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মাঝেমধ্যেই মাল বাহি গাড়ি বিভিন্ন স্থানে বিকল হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দূরপাল্লার যানবাহন এখানে এসে ধীর গতিতে থেমে থেমে চলাচল করতে হচ্ছে । এতেই সকাল থেকেই যানজটের সূত্রপাত ঘটে।
দুপুরের পর থেকে যানজট দীর্ঘ হয়ে কাচপুর থেকে মৈকুলি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।শত শত যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহন বাসের চালক কামাল হোসেন বলেন, তিনটা বাজে বরপা বাস স্ট্যান্ড পার হয়েই যানজটে আটকা পড়ি। এখন বিকাল চারটা বাজে আছি তারাবো বিশ্ব রোড এলাকায়। প্রতিনিয়ত এ সড়কে সমস্যায় ভুগছি। কিছু পরিমাণ রাস্তা ঠিক করে দিলে ভালো করে চলতে পারি, কিন্তু তা হচ্ছে না।
ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক আব্দুল খালেক বলেন, আমাদের কপাল খারাপ। না হলে যখনই এ রাস্তায় আসি এইখানে এ দশা কেন অইবে! এইখানে আসলেই আমাদের যানজটে পড়তে অয়।
কর্ণগোপ এলাকার বাসিন্দা নাছিম মিয়া বলেন, আমি ঢাকা থেকে দোকানের মাল আনতে যাবো কিন্তু রুপসি বাস স্ট্যান্ডপ পর এক ঘণ্টা অপেক্ষা করে আবার বাড়িতে ফিরে এসেছি।
শিমড়াইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকার কাছাকাছি সকাল ১০টার দিকে মালবাহী একটি বড় কভার্ট ভ্যান সড়কের প্রায় মাঝামাঝি অংশে বিকল হয়ে পড়ে।
এতে উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িটি জুতো মেরামতের কাজ চলছে। মহাসড়ককে স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ পর বহন য নজট
এছাড়াও পড়ুন:
ফেসবুক পোস্টের মন্তব্যে ধর্মীয় অবমাননার অভিযোগে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক
ময়মনসিংহে ফেসবুক পোস্টে ‘ধর্ম নিয়ে অবমাননাকর’ মন্তব্য (কমেন্ট) করার অভিযোগ ওঠার পর সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সাড়ে নয়টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাঁকে আমরা হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে ‘অবমাননাকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকের ওই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে।
পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়