‘ভাইরাল কেকের’ সুবাদে জমজমাট আগারগাঁওয়ের সড়ক
Published: 8th, October 2025 GMT
রাজধানীর আগারগাঁওয়ের নাম এখন ‘কেকপট্টি’ রাখার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো মেট্রোর ‘কেকপট্টি’ স্টেশনের ছবিও ঘুরে বেড়াচ্ছে। তবে এই হালকা চালের মজার পেছনে কারণ আছে। সম্প্রতি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনের সড়কটিতে রোজ বিকেলে উপস্থিত হচ্ছেন কয়েক হাজার মানুষ। রীতিমতো মেলা বসে যাচ্ছে। এর পেছনে রয়েছে কেক বিক্রেতাদের উপস্থিতি।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘরে বানানো কেক নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন বিক্রেতারা। তার মধ্যে নারী বিক্রেতার সংখ্যাই বেশি। সুলভে কেক খাওয়ার সুযোগ আর একই সঙ্গে বেড়ানোর ইচ্ছা মিলে রোজকার উৎসবে পরিণত হচ্ছে আগারগাঁওয়ের এ জায়গা।
এখানে গত দুই বছরের বেশি সময় ধরেই পথের পাশে খাবার বিক্রি হলেও কয়েক সপ্তাহ ধরে এমন জমজমাট হয়েছে ‘ভাইরাল কেকের’ সুবাদে। আর সেই কেক ভাইরাল হয়েছে ফেসবুক, ইউটিউবের সুবাদে। অন্তত এখানকার কেক বিক্রেতারা তাই মনে করেন। ক্রেতারাও বললেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেই কেক খেতে এসেছেন।
টেবিল ছাড়াও এখানে কেউ কেউ নিজেদের গাড়িতে রেখে বিক্রি করছেন কেক। মখমলের মতো নরম আর দুধ সাদা কেকের ওপর রুপালি বল, আমের ঘ্রাণ মেশানো কেকের টপারে নীল ফুল বা চিরাচরিত চকলেট ক্রিমের সঙ্গে পাল্লা দিচ্ছে খোপ কাটা ঘরের নকশা করা রসমালাই কেক।
সড়কে বসা দোকানগুলোয় হরেক পদের কেক মিলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে, গত সোমবার সন্ধ্যায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নওহাটায় সবজির জমজমাট হাট
২ / ১০কৃষকের সঙ্গে ফুলকপির দাম করছেন এক পাইকারি ব্যবসায়ী।