ঢাকার ঐতিহাসিক মোগল স্থাপনা লালবাগ কেল্লা গতকাল বুধবার সন্ধ্যায় মুখর হলো সুর-তালের লহরিতে। কিংবদন্তি সংগীতজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উত্তরসূরি সাধক ও নবীন প্রজন্মের শিল্পীরা প্রয়াত ওস্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। আর মোহনীয় সুরের বিস্তারে মুগ্ধ করলেন শ্রোতাদের।

লাল ও সবুজ আলোর সজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল কেল্লার ভেতরের স্থাপনা ও প্রাচীর। মঞ্চ করা হয়েছিল পরীবিবির সমাধিসৌধের সামনে। কেল্লার প্রধান ফটক থেকে মঞ্চ পর্যন্ত পথের দুই পাশে মোগল আমলের সৈনিকদের পোশাকে সজ্জিত অভ‍্যর্থনাকারীরা দাঁড়িয়েছিলেন। ধূপের সুগন্ধি ধোঁয়া ভেসে যাচ্ছিল শরতের সান্ধ্য বাতাসে। মনোরম ছিল পরিবেশ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খানের সরোদবাদন পরিবেশনা। অনুষ্ঠানে সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে ভারত থেকে এসেছেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বলেন, ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে উপস্থাপন করেছিলেন। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আরও সমৃদ্ধ হতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ আয়োজন থেকে ফিলিস্তিনের জনগণের মুক্তিসংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে শহিদুল আলমসহ সবার মুক্তি দাবি করেন। তিনি বলেন, ফিলিস্তিন একদিন মুক্ত হবেই। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সবাইকে ধন‍্যবাদ জানিয়ে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় গুণীজনদের নিয়ে এমন আয়োজন করে যাবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন ও মারিয়া সারাহ্ উপমা।

মূল অনুষ্ঠান

উদ্বোধনীর পরে মূল অনুষ্ঠান শুরু হয়েছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামে ১৮৬২ সালের ৮ অক্টোবর তাঁর জন্ম। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তিনি ছিলেন এক যুগান্তকারী ব্যক্তিত্ব। সুরের ভুবনে তাঁর অবস্থান অত্যন্ত উচ্চস্তরে। অন্তত ১৫টি মৌলিক রাগ সৃষ্টি করেছিলেন তিনি। মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খাঁ যেমন ছিলেন অসামান্য সুরস্রষ্টা, তেমনি বহু যন্ত্রবাদনে পারদর্শী। একই সঙ্গে সংগীতশিক্ষক হিসেবেও ছিলেন অনন্য। তাঁর ছাত্রদের অনেকে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, সরোদবাদক পুত্র ওস্তাদ আলী আকবর খাঁ, সুরবাহারবাদক কন্যা অন্নপূর্ণা, বাঁশিবাদক পান্নালাল ঘোষসহ অনেকে।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ শতায়ু হয়েছিলেন। দীর্ঘ জীবন সুরের সাধনা করে প্রায় ১১০ বছর বয়সে প্রয়াত হন ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর। আমৃত্যু সুরের সাধক আলাউদ্দিন খাঁ সর্বজনের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রয়েছেন।

প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গানের পর্ব শুরু হয় মেঘ রাগে পণ্ডিত অসিত দের খেয়াল পরিবেশনা দিয়ে। খেয়ালের পরে ছিল একটি সমবেত পরিবেশনা। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশন করেন রাগ কিরওয়ানি। এতে কণ্ঠে ছিলেন অভিজিৎ কুণ্ডু, তবলায় প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন, এসরাজ বাদন করেছেন শুক্লা হালদার। সারেঙ্গিতে ছিলেন নিলয় হালদার, সরোদে ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান এবং সেতার বাজান সোহিনী মজুমদার ও মোহাম্মদ কাওছার।

সেতার ও সরোদের যুগলবন্দী ছিল পরের পরিবেশনায়। খাম্বাজ রাগে সেতার বাজান আফসানা খান ও সরোদ বাজান রুখসানা খান।

এ পর্যায়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে লেখা উপন‍্যাস হেম–বেহাগের মহারাজা নিয়ে কথোপকথনে অংশ নেন আলোকচিত্রী নাসির আলী মামুন।

অনুষ্ঠানে সিরাজ আলী খানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়। তিনি বলেন, এই চমৎকার পরিবেশে এমন সুন্দর আয়োজন তাঁকে অভিভূত করেছে। যে সরোদটি তিনি এখন বাজাবেন, সেটি বড় বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁর। এটি প্রায় ১৫০ বছরের পুরোনো।

সুরসম্রাট আলাউদ্দিন খাঁ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন উপদ ষ ট হয় ছ ল পর ব শ

এছাড়াও পড়ুন:

মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র মিশনপাড়া কার্যালয়ে আয়োজিত হয় এই দোয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ।

মোমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণ করে আবু জাফর আহমেদ বাবুল বলেন, মোমিনউল্লাহ ডেভিড আমার মহল্লার ছেলে, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে, ভালো ক্রিকেট খেলতো, ভালো ব্যাট করতো।

ফলো করতো অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুনকে। ডেভিড বুনের ব্যাটিং স্টাইল রপ্ত করেছিল ভালোভাবেই। ক্রিকেট একাডেমির কোচ তাকে ডেভিড বলেই ডাকতেন। সেই থেকে তার নাম হয় মোমিনউল্লাহ ডেভিড। তবে মৃত্যুর ২১ বছর পরেও আমাদের স্মৃতিতে সে আজও জীবন্ত । আমি তার রূহের মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, সলিমুল্লাহ রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামির হোসেন। আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন,  বিএনপি নেতা আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, রায়হান হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, হকার্স দলের সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মো. মুসা, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • চরমোনাই দরবারে মাহফিল উপলক্ষে কীর্তনখোলার তীরে লাখো মুসল্লির ভিড়
  • শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
  • মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • প্রথম আলো গণমানুষের কণ্ঠস্বর
  • ‘প্রথম আলো সব সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছে’