প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকেই জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে। প্রথম আলোর জনপ্রিয়তার কারণ সব সময় সত্যের সঙ্গে থাকার চেষ্টা ও মিথ্যা তথ্য প্রচার না করা। প্রথম আলো এখন গণমানুষের কণ্ঠস্বর।
আজ সোমবার লক্ষ্মীপুরে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল চারটায় এ সমাবেশ হয়। এতে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা প্রথম আলোর কাছে নানা ধরনের প্রত্যাশার কথা তুলে ধরেন।
জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন।
অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সত্যের পথে হাঁটা কঠিন কাজ। প্রথম আলো সেই কঠিন কাজটাই করে চলেছে। জেলা-উপজেলার প্রান্তিক মানুষের গল্প তুলে আনার জন্য প্রথম আলোকে আমরা ধন্যবাদ জানাই। প্রথম আলো তাদের ভিত তৈরি করেছে। তারা সাহসের সঙ্গে লিখতে পারে।’
প্রথম আলো সত্যের পথে ছিল ও রয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলনে প্রথম আলোর ভূমিকা সত্যি অনন্য ছিল, সাহসী ছিল। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে প্রথম আলো এ পর্যন্ত এসেছে। অন্যায়–অবিচার, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে প্রথম আলোর এমন সাহসী ভূমিকা বজায় থাকুক, এটাই চাওয়া।
লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন বলেন, প্রথম আলো শুধু সংবাদই পরিবেশন করে না, তারা সমাজের ভালো কাজও করে।
ছাত্রজীবন থেকে শুরু করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি, সব সময় প্রথম আলো পড়েছেন উল্লেখ করে লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, প্রথম আলোর জনপ্রিয়তার কারণ সব সময় সত্যের সঙ্গে থাকার চেষ্টা ও মিথ্যা তথ্য প্রচার না করা।
প্রথম আলো তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যাবে, এমন প্রত্যাশা রেখে লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মইন উদ্দিন পাঠান বলেন, ‘আমরা চাই প্রথম আলো অতীতের মতো আগামী দিনগুলোতেও শত প্রতিকূলতা অতিক্রম করে দেশের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। নারী নির্যাতনসহ সামাজিক অনাচার প্রতিরোধে অতীতের মতো সোচ্চার থাকবে।’
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বিকেলে লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল র লক ষ ম প র উপজ ল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত তিনটার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। আজ শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।’
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’