বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ প্রধান, এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা ফরহাদ আহমেদ তুহিন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.

মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন রহমান শিশির, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসান, যুবদল নেতা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মোজাম্মেল হক, এবং নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ ডালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আশরাফুল, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হৃদয় হাসান, ওসমান, ফারুক, বোরহান, সানাউল্লাহ, বিএনপি নেতা নয়ন মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। দলীয় নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাঠে নামতে হবে, যাতে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ধন্দী বাজারের জনসাধারণের মধ্যে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগে অংশ নেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ও উপজ ল ব এনপ র য বদল র স ন রগ রহম ন

এছাড়াও পড়ুন:

অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এক নারী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না জানিয়ে প্রেস উইং বলেছে, সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

আজ বুধবার ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব কথা বলেছে। অতন্দ্রানু রিপা নামের ওই নারী গতকাল মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে এই অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে প্রেস উইং।

বার্তায় বলা হয়েছে, ‘অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।’

এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রথমে ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল অধ্যাপক আলী রীয়াজকে।

ওই ছয়টি কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, তার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রীয়াজ। ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস আলোচনা করে গত অক্টোবরে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশন গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দুটি সুপারিশ জমা দেয়। তার ভিত্তিতে আজ বৃহস্পতিবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করে সরকার।

সম্পর্কিত নিবন্ধ