নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টার থেকে এক শিক্ষানবিশ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহটি নার্স কোয়ার্টারের দ্বিতীয়তলা থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার কারণে শিক্ষানবিশ সনদ না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া তরুণের নাম মোহাম্মদ শাহিন আলী (২২)। তিনি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের মরহুম সাজদার রহমানের ছেলে। শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা পাস করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে শিক্ষানবিশ ছিলেন। তাঁর বোন মেহেরুন্নেসা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত। তাঁর সঙ্গে নার্স কোয়ার্টারে থাকতেন শাহিন।

মেহেরুন্নেসা জানান, তাঁর ভাই শাহিন আলী নার্সিং ডিপ্লোমা পাস করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর ইন্টার্নশিপ বন্ধ করে বাড়ি ফিরে যান। গতকাল সকালে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে রাজশাহীতে যান শাহিন। কিন্তু ইন্টার্নশিপ পুরোপুরি শেষ না করায় তাঁকে সার্টিফিকেট দেয়নি কর্তৃপক্ষ। এতে তিনি মন খারাপ করে বাসায় ফিরে আসেন। গতকাল সন্ধ্যার পর খবর পেয়ে বাসায় ফিরে একটি কক্ষে গামছা পেঁচিয়ে ঝুলতে দেখেন মেহেরুন্নেসা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাঁর ধারণা, সার্টিফিকেট না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন শাহিন।

শাহিনের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক ষ নব শ মরদ হ

এছাড়াও পড়ুন:

জয়সোয়াল যেখানে ব্র্যাডম্যানের পরই

সেঞ্চুরি করে হেলমেটে চুমু দেন যশস্বী জয়সোয়াল। দুই হাত এক করে বানান ভালোবাসার প্রতীকও। এটাই তাঁর চেনা উদ্‌যাপন। যে উদ্‌যাপন আজ দেখা গেল আরও একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন নতুন এক উচ্চতায়। যেখানে তাঁর ওপরে শুধু এমন একজন, যিনি সব সময় সবার ওপরে থাকবেন এটাই নিয়ম—ডন ব্র্যাডম্যান।

জয়সোয়ালের সেই কীর্তিটা কী, সেই গল্পে পরে আসা যাক। তার আগে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কেমন কেটেছে ভারতের তা বলা যাক। প্রথম দিনেই ২ উইকেটে ৩১৮ রান করে ফেলা ভারত রান-পাহাড় গড়ার আশা করছে, এতে কোনো সন্দেহ নেই।

অথচ টস জিতে ব্যাট করতে নামার পর লোকেশ রাহুলের সঙ্গে জয়সোয়ালের উদ্বোধনী জুটিটা থেমেছিল মাত্র ৫৮ রানেই। জোমেল ওয়ারিক্যানের বলে স্টাম্পড হয়ে রাহুল ফিরে যান মাত্র ৩৮ রানে। পুরো দিনে ক্যারিবিয়ানদের স্বস্তি বলতে ওইটুকুই।

আরও পড়ুনরিংকু সিংয়ের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি দাউদ ইব্রাহিম চক্রের২২ ঘণ্টা আগে

দিনের বাকি সময়টা অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকেরা দেখেছেন ব্যাট হাতে জয়সোয়াল ও সাই সুদর্শনের দাপটে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অসহায় বানিয়ে ১৪৫ বলে সেঞ্চুরি পান জয়সোয়াল। ২৩ বছর বয়সী এই ওপেনারের টেস্ট ক্যারিয়ারের এটি সপ্তম সেঞ্চুরি।

বয়স ২৪ হওয়ার আগে আগে জয়সোয়ালের চেয়ে বেশি সেঞ্চুরি ছিল আর মাত্র তিনজনের। সেই নামগুলো পড়লেও হয়তো বোঝা যাবে জয়সোয়াল হাঁটছেন কোন পথে—ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)।  

জয়সোয়াল রেকর্ড গড়লেও সেঞ্চুরি পাননি সুদর্শন

সম্পর্কিত নিবন্ধ