জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে শুক্রবার (১০ অক্টোবর) জহুর হোসেন চৌধুরী হলে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরো পড়ুন:

নতুন টেলিভিশনের অনুমোদন নিয়ে যে হাহাকার, তা ‘পুরাতন বন্দোবস্তের’ হাহাকার 

মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ

স্মৃতিচারণে অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডা.

হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দেশের সিনিয়র সাংবাদিকরা। তারা প্রয়াত সহকর্মীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

স্মরণসভায় যাদের স্মরণ করা হয়, তারা হলেন:
এন. এম. হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বি. ডি. মুখার্জি, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ. এ. জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

স্মরণসভায় বক্তারা তাদের কর্মজীবনের অবদান, সততা, নিষ্ঠা ও সাংবাদিকতার প্রতি তাদের অঙ্গীকারের কথা স্মরণ করেন।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য স মরণ

এছাড়াও পড়ুন:

প্রয়াত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল চারটায় শহরের হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎স্মরণসভায় বক্তারা প্রয়াত ডেভিডের রাজনৈতিক অবদান, কর্মনিষ্ঠা এবং দলের প্রতি তাঁর নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, ফারুক হোসেন রিপন, শওকত হাসেম শকু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, মহানগর কৃষকদলের সভাপতি খন্দকার এনামুল হক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রয়াত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত