মাইক্রোসফট সলিউশন ও এআই ইনোভেশন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
Published: 14th, October 2025 GMT
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল প্রবৃদ্ধি’ শিরোনামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ধ্রুব নেটওয়ার্কস লিমিটেড। তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক অংশীদাররা এতে অংশ নেন।
কর্মশালায় মাইক্রোসফট প্রোডাক্টিভিটি সলিউশন ব্যবস্থাপনা এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করার উপায় তুলে ধরা হয়।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ধ্রুব নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহরুল সৈয়দ বখত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো.
অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে এআই ও প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বে সবাই অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে পচাদিঘীতে মিলল মরদেহ
বাগেরহাটের পচাদিঘী থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া সুমন্ত জেলার চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সুমন্ত বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
আরো পড়ুন:
বরিশালে আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
নাটোরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত। সোমবার দুপুরে খাবার খেত বের হয়ে আর ফিরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাননি এলাকাবাসী। আজ সকালে পচাদিঘীতে মরাদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, সুমন্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ঢাকা/শহিদুল/মাসুদ