নাটোরে পিআরসহ ৫ দাবিতে জামায়াতের জনসভা
Published: 17th, October 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে জনসভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করবে। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নির্বাচনের ফলাফলই জনগণের মনোভাবের প্রতিফলন।”
আরো পড়ুন:
রাকসু: ছাত্রীদের আস্থা অর্জনে ব্যর্থ ছাত্রদল
রাকসু: শীর্ষ তিন পদে ছাত্রদলের ‘ডরাডুবি’
তিনি আরো বলেন, “জামায়াত সরকার গঠন করতে পারলে পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে বিদেশের কাছে ভিক্ষা করতে না হয়।”
এ সময় তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন— জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন অনুষ্ঠান, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি, নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ।
সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড.
এছাড়া নাটোর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর-৩ আসনের প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান এবং নাটোর-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বক্তব্য দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা/আরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম আসন র উপজ ল
এছাড়াও পড়ুন:
অন্তর্বর্তী সরকার গঠন বৈধ
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আর এ আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণসহ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে সরকার গঠন ও তাদের কার্যক্রম বৈধ বলে প্রমাণিত হলো।