সব দলের মতকে প্রাধান্য দিয়ে জাতীয় ইস্যুতে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম. এ মতিন বলেছেন, “জুলাই সনদে সব দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত অনেক দলকে দেখে হয়নি। যার ফলে এই জুলাই সনদের গুরুত্ব থাকল না। বরং জাতীয় ইস্যুতে সব দলের ঐক্যমত পোষণ করা অত্যন্ত জরুরি।”

শুক্রবার (১৭ অক্টোবর) কাকরাইলে আইইডিবি হলে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডা.

এস. এম সরওয়ারের সভাপতিত্বে সংলাপে এম. এ মতিন আরো বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ আজ মহাসংকটের দিকে এগুচ্ছে। জুলাই পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল দুঃশাসন, দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে এই সরকার সক্ষম হবে। কিন্তু আমরা কি দেখলাম। দেখলাম তার বিপরীত চিত্র। সমস্ত সিন্ডিকেট দ্বিগুণহারে বেড়ে যেন ভুতুড়ে দেশে পরিণত করেছে। অসংখ্য শিল্প, গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ। তা থেকে উত্তোরণের পথ বের করতে হবে। এজন্য প্রয়োজন সর্বদলীয় উদ্যোগ।” 

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাকিম, মেজর আমিন আহমেদ, বি এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, আজাদ হোসাইন, তানভীর হাসান, ডাক্তার ফুয়াদ হাসান।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষের ‘বিজয় দাবি করা’ উচিত এবং এই রক্তপাত থামানো উচিত।

শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টকে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘জেলেনস্কির সঙ্গে খুবই আগ্রহোদ্দীপক এবং আন্তরিক বৈঠক হয়েছে। তবে আমি তাঁকে বলেছি, যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি, এখন খুনোখুনি বন্ধের সময় আর চুক্তি করে ফেলো।’

বৈঠকের পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

জেলেনস্কি বলেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে ‘আমরা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যুক্তরাষ্ট্র চায় না (মস্কোর সঙ্গে) উত্তেজনা তৈরি হোক।’

এ সময় বিবিসির এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। আমাদের জনগণ আতঙ্কে আছেন যে, যদি (যুদ্ধবিরতি) হয়, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, যাতে পুতিন আবার আগ্রাসন না চালাতে পারেন।’

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। তবে এই বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনট্রাম্প-পুতিন দীর্ঘ ফোনালাপ, হাঙ্গেরিতে হবে বৈঠক১৬ অক্টোবর ২০২৫আরও পড়ুনপুতিন যুদ্ধ না থামালে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প১৩ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ