বেসরকার সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ রোহিঙ্গা নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষা বৃদ্ধির জন্য ‘সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা’ পদে নারী প্রার্থী নিয়োগ দেবে। চুক্তিভিত্তিক এই পদে মাসিক বেতন ৭৪ হাজার ৩৫৬ টাকা। সঙ্গে মোবাইল ও ইন্টারনেট ভাতা, চিকিৎসা ও জীবনবিমা সুবিধা থাকবে।

পদে নিয়োজিত ব্যক্তি কক্সবাজারের ছয়টি নারী নেতৃত্বাধীন নেটওয়ার্ক গঠন ও তাদের নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও অধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। তিনি রোহিঙ্গা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং মানবিক কার্যক্রমে তাঁদের নেতৃত্ব প্রদানে সহায়তা করবেন। এ ছাড়া স্থানীয় ও জাতীয় সংস্থা, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় ও নেটওয়ার্ক তৈরি, প্রশিক্ষণ আয়োজন, অভিজ্ঞতা ও সাফল্য নথিভুক্তকরণ ও প্রতিবেদন তৈরি করা তাঁর দায়িত্ব।

প্রার্থীকে নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানে সক্ষমতা, সাংস্কৃতিক ও লিঙ্গ সংবেদনশীলতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগে সাবলীল হতে হবে; রোহিঙ্গা ভাষা জানা থাকলে সুবিধা হবে।

আরও পড়ুনঢাকা মেট্রোরেলে বড় পদে চাকরি, আবেদনের সুযোগ অবসরপ্রাপ্তদেরও২৯ সেপ্টেম্বর ২০২৫

আবেদন করতে হবে ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে। অ্যাকশনএইড বাংলাদেশ কোনো আবেদনপ্রক্রিয়ায় অর্থ গ্রহণ করে না।

একনজরে চাকরির বৃত্তান্ত

সংস্থা: অ্যাকশনএইড বাংলাদেশ

পদ: সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা

প্রকল্প: রোহিঙ্গা নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষা (পর্যায়-৩)

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ৭৪,৩৫৬ টাকা (মাসিক)

চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত

যোগ্যতা: স্নাতক ডিগ্রি (নারী ও লিঙ্গ অধ্যয়ন/উন্নয়ন অধ্যয়ন/সমাজকর্ম)

অভিজ্ঞতা: ২-৩ বছর

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫

আবেদন: অনলাইনে

আরও পড়ুন২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছু১৬ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ষমত

এছাড়াও পড়ুন:

১৩ দিনে পাঁচবার ভূমিকম্পে কাপল নরসিংদী

নরসিংদীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটে জেলার শিবপুর উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার হালকা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত ১৩ দিনের মধ্যে পাঁচটি ভূমিকম্প জেলার মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা জানান, কখন আবার ভূমিকম্প হয় সেই আতঙ্কে থাকতে হচ্ছে।

আরো পড়ুন:

আবারো ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাবিতে রবিবার থেকে অনলাইনে চলবে ক্লাস কার্যক্রম

গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। ২২ নভেম্বর জেলার পলাশ ও মাধবদীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২৭  নভেম্বর পলাশে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

শিবপুরের বাসিন্দা রাশেদা বেগম বলেন, “আজ বৃহস্পতিবার সকালে হওয়া ভূমিকম্পে খুব ভয় পেয়ে যাই। বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। আগের দিনগুলোতেও নরসিংদীতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প আতঙ্কে থাকতে হচ্ছে।”

ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “কম্পনটা খুব বেশি সময় ছিল না, কিন্তু কয়েক সেকেন্ডই মনে হয়েছে অনেক লম্বা। পরিবার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।”

স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী আফসানা বলেন, “নভেম্বর মাস থেকে ভূমিকম্প হচ্ছে। আমরা আতঙ্কে আছি।”

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, “এটি ৪ দশমিক ১ মাত্রার হালকা ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর উপজেলায়।”

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “আজকে সকালের দিকে ভূমিকম্প হয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। জনগণকে আতঙ্কিত না হয়ে নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি। মানুষের নিরাপত্তায় প্রয়োজনে আমরা সব ব্যবস্থা গ্রহণ করব।” 

গত এক মাসে দেশে উল্লেখযোগ্যভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মিনজিন এলাকায়। 

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ট থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি স্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ও নরসিংদী শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ