গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী
Published: 18th, October 2025 GMT
বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রীদের একজন কুবরা সাইত। সম্প্রতি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত গর্ভপাতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ‘সন অব সরদার ২’ অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় তিনি মানসিকভাবে কতটা দ্বিধায় ভুগেছিলেন, আর কীভাবে ধীরে ধীরে নিজের সিদ্ধান্তকে গ্রহণ করতে শিখেছেন।
‘সেক্রেড গেমস’-এর কুকু থেকে আত্মবিশ্বাসী নারী
২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-এ ‘কুকু’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন কুবরা। এরপর ‘ফর্জি’, ‘দ্য ট্রায়াল’, ‘ওকালত ফ্রম হোম’-এর মতো প্রকল্পে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘সন অব সরদার ২’-এ আজয় দেবগন, ম্রুণাল ঠাকুর ও রবি কৃষাণের সঙ্গে পর্দায় দেখা গেছে তাঁকে। পরের ছবি ‘হ্যাঁ, জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর ও মানীশ পলের সঙ্গে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়ে কৃষকের প্রকৃত মুক্তি আনবে
দুঃশাসন হটিয়ে বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়েই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তুলে কৃষকের প্রকৃত মুক্তি আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
আজ শনিবার রাজধানীর মুক্তিভবনে কৃষকের তেভাগা আন্দোলন ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় সিপিবি নেতারা এই মন্তব্য করেন।
সভায় নেতারা বলেন, তেভাগা আন্দোলন মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষকদের তেভাগা কায়েম হলেও মুক্তি মেলেনি। তেভাগা আন্দোলনের সময়কালে লড়াইটা ছিল জমিদার ও জোতদারের বিরুদ্ধে। এখন কৃষকের লড়াই বহুমাত্রিক। পুঁজিবাদী সমাজ কাঠামোয় পূঁজির মালিক, কৃষি উপকরণের উৎপাদক বহুজাতিক কোম্পানি, বাজার সিন্ডিকেটের একচেটিয়া বাণিজ্য কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে।
ইলা মিত্রের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
আলোচনা সভায় বক্তরা