কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৬০) ও একই গ্রামের মৃত শরাফত হোসেনের ছেলে মৃত মামুন হোসেন (২৭)।

প্রাণে বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, ‘‘আব্দুর রশিদ ও মামুন জমিতে আখ লাগানোর জন্য প্রতিদিন চড়ে যেতেন। মঙ্গলবার চারজন ছোট ডোঙ্গা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম। হঠাৎ নৌকাটি কাত হয়ে ডুবে যায়। এ সময় সবাই প্রাণ বাঁচানোর চেষ্টা করি। হঠাৎ পায়ের নীচে মাটি অনুভব করি এবং তীরে উঠে জ্ঞান হারিয়ে ফেলি।’’

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, ‘‘আমরা নদী পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। ওদের পরই আমরা যেতাম। কিন্তু, নৌকাটি কিছুদূর যেতেই ডুবে যায়।’’

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার পদ্মায় নৌকা ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ই জন

এছাড়াও পড়ুন:

গ্রাম বদলে দিয়েছে সিনেমা, স্বীকৃতি পেলেন পরিচালক ডায়মন্ড

শিল্প কখনো কখনো কেবল বিনোদনের মাধ্যম নয়—এটি সমাজ ও অঞ্চলের রূপান্তরেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঘটেছে তেমনই একটি ঘটনা। একটি সিনেমা বদলে দিয়েছে একটি গ্রামের পরিচিতি, আর সেই পরিবর্তনের স্বীকৃতি পেলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 

১৯৫০ সালের ৫ জানুয়ারি নাচোলে সংঘটিত ইলা মিত্রের নেতৃত্বে কৃষক–সাঁওতাল বিদ্রোহের কাহিনি অবলম্বনে ডায়মন্ড নির্মাণ করেন ‘নাচোলের রানী’ সিনেমা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নাচোলকে নতুন করে পরিচিত করে বিশ্বজুড়ে। সিনেমার শুটিং স্পটকে কেন্দ্র করে ইলা মিত্রের নামে গড়ে ওঠে সংগ্রহশালা, যা এখন গ্রামীণ পর্যটনের অন্যতম আকর্ষণ। 

আরো পড়ুন:

‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান

গ্রামবাসী পরিচালক ডায়মন্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি। তারই অংশ হিসেবে ১৬ নভেম্বর সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে একটি স্বীকৃতি ফলক, যা উন্মোচন করেছেন কৃষক সমাজের প্রতিনিধি জিল্লুল রহমান এবং সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধি বিধান সিং। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে গ্রামবাসী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। 

স্বীকৃতির মুহূর্তে আবেগপ্রবণ ডায়মন্ড বলেন, “জীবদ্দশায় এমন স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ এবং আবেগঘন।” 

এ নিয়ে ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন ডায়মন্ড। তাতে তিনি লিখেছেন, “নাচোলের রানী মুক্তির পর নাচোল বিশ্বব্যাপী নতুন পরিচিতি পায়। দুই দশক পর এলাকাবাসীর উদ্যোগে এই ফলক স্থাপন সত্যিই গর্বের।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ