খরচ তুলনামূলক কম, ক্যাম্পাসেই আছে চাকরির সুযোগ
Published: 19th, October 2025 GMT
মতিঝিলের ভিড়ভাট্টা, অফিস পাড়ার হইহট্টগোল পেরিয়ে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশে (এনডিইউবি) পা রেখেই একটু বুক ভরে দম নেওয়া গেল। ক্যাম্পাসজুড়ে গাছপালা। এই প্রাঙ্গণকে আরও সবুজ করেছে তারুণ্যের উচ্ছ্বাস। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। এক যুগ পেরিয়ে এখন এখানে পড়ছেন প্রায় ১ হাজার ৮২৭ জন শিক্ষার্থী।
কেউ ক্লাসে ছুটছেন, কেউ আবার বন্ধুদের নিয়ে দল বেঁধে ‘গ্রুপ স্টাডি’ করছেন। কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী প্রিসিলা সরকার বলেন, ‘বর্তমান সময়ে দাঁড়িয়ে সিএসই খুব সম্ভাবনাময় একটি বিষয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডেটা সায়েন্টিস্ট, ওয়েব ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট বা গবেষক হিসেবেও কাজ করার সুযোগ আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং শেখানোর পাশাপাশি কীভাবে বাস্তব জীবনের সমস্যা প্রযুক্তির মাধ্যমে সমাধান করা যায়, সেসবও শেখানো হয়। ব্যবহারিক কোর্সের জন্য আধুনিক ল্যাব আছে। ক্লাসের বাইরেও বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও ক্লাব কার্যক্রমে অংশ নিয়ে আমরা দক্ষ হয়ে ওঠার সুযোগ পাই।’
আরও পড়ুনমহাশূন্য থেকে ছুটে আসা এই অতিকায় পাথরখণ্ডটি এখন জনপ্রিয় পর্যটনকেন্দ্র২২ ঘণ্টা আগেমাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী অহনা হোসেন বলেন, ‘আমাদের ক্লাস ও ল্যাব দুটিই প্রাণবন্ত। শিক্ষকেরা খুব যত্ন নিয়ে পড়ান। আমাদের বিভাগে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত সেমিনার, প্রদর্শনী ও অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এই বিভাগ আমার মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সমাজে অবদান রাখার মানসিকতা গড়ে তুলছে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি বলেন, ‘আমাদের মূল কর্মপ্রেরণা হলো শিক্ষার্থীর সার্বিক গঠন, দৈহিক, মানসিক ও আত্মিক বিকাশ। শিক্ষার্থীরা যেন মানবিক ও প্রযুক্তিগত শিক্ষায় জ্ঞান লাভ করে দেশের কৃষ্টি-সংস্কৃতির আলোকে নিজেকে গড়ে তুলতে পারে ও বিজ্ঞ ব্যক্তিতে পরিণত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারে, এটিই আমাদের শিক্ষার মূল দর্শন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাণিজ্যিকীকরণের এই যুগে এনডিইউবি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। যেহেতু এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই অনেক অগ্রগামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখানকার খরচ প্রায় অর্ধেক। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী, আপন ভাইবোন, মিশনারি প্রতিষ্ঠান এবং বিবাহিত দম্পতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েভার সুবিধা দেয় এনডিইউবি।’
শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতে শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এনডিইউবিতে। বিজনেস ক্লাব, কালচারাল ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব, ল ক্লাব, কম্পিউটার ক্লাবসহ নানা সংগঠন সক্রিয় আছে বিশ্ববিদ্যালয়ে। ল ক্লাবের প্রেসিডেন্ট পিয়াস হেবল কর্মকার বলেন, ‘ক্লাবগুলোই শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ভ্রাতৃত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের অনন্য ক্ষেত্র তৈরি করে।’
ব্যবসায় প্রশাসন বিভাগে চতুর্থ বর্ষে পড়ছেন সৌরভ চিসিক। পাশাপাশি ইন্টার্নশিপ করছেন মার্কেন্টাইল ব্যাংকে। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খুবই আন্তরিক। তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করতে নিয়ে যান। ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হয়, আমরা কাছ থেকে দেখার সুযোগ পাই।’
শিক্ষার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা দিতে ক্যাম্পাস জবের সুযোগও রেখেছে এনডিইউবি। প্রশাসন, গ্রন্থাগার বা তথ্যপ্রযুক্তির (আইটি) মতো বিভিন্ন বিভাগে কাজ করে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি বলেন, ‘এনডিইউবির ভবিষ্যৎ পরিকল্পনা বেশ সুদূরপ্রসারী। আমরা গবেষণায় বিশেষ জোর দিচ্ছি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটর ডেম এবং ভারতের মার্টিন লুথার খ্রিষ্টিয়ান ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুনদুবাই রাজকন্যা শেখ মাহরার সম্পদের পরিমাণ কত?১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের প্রো–ভিসি ফাদার চার্লস বি.
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি বলেন, ‘শিক্ষকদের মেধা, দক্ষতা, শিক্ষাদানের নানান কৌশল ও সুহৃদয়তার ওপর নির্ভর করে আমাদের শিক্ষার্থীরা কত বেশি লাভবান হবে—তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন শিক্ষকদের জন্য ওরিয়েন্টশন কর্মসূচি দিয়ে যাত্রা শুরু করে। তাঁদের জন্য প্রতি সেমিস্টারেই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়।’
একনজরে এনডিইউবিপ্রতিষ্ঠা: ২৯ এপ্রিল ২০১৩
শিক্ষার্থী: ১ হাজার ৮২৭ জন।
শিক্ষক: ৭৯ জন।
গবেষণাগার: ১০টি
অনুষদ: ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, আইন অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ।
ওয়েবসাইট: ndub.edu.bd
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট আম দ র ব নটর ড ম র জন য স এসস ব যবস
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫আরও পড়ুনকুয়েট ভর্তি পরীক্ষা: জেনে নিন ১০৬৫ আসনের খুটিনাটি০২ ডিসেম্বর ২০২৫ভর্তি আবেদনের তারিখ
*১০–১২–২০২৫ থেকে ২৪–১২–২০২৫ তারিখ পর্যন্ত।
পরীক্ষার সময়সূচি
–ইউনিট C (বাণিজ্য): ২৭–০৩–২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
–ইউনিট B (মানবিক): ৩–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট A (বিজ্ঞান): ১০–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।