বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
Published: 19th, October 2025 GMT
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
আরো পড়ুন:
ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় অগ্নিকাণ্ড
১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের পোশাক কারখানার আগুন
সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফকে (ফ্লাইট সেফটি)। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারি কমিটি: অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরও একটি কমিটি গঠন করেছে।
পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে।
এছাড়া, ফায়ার সার্ভিস থেকে আগুন লাগার কারণ কারণ জানতে তদন্ত কমিটি ঘটন করেছে বলে জানা গেছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের যে অংশে কুরিয়ারের কাজকর্ম চলে সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সদস্যরাও যোগ দেন অগ্নি নির্বাপণের কাজে।
অভ্যন্তরীণ ও বিদেশ থেকে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা, সেগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায় এক ডজনের বেশি ফ্লাইট।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন তদন ত
এছাড়াও পড়ুন:
অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। গত ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা তিনু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
আরো পড়ুন:
ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা
বড়দা মিঠুর ‘দেনা–পাওনা’
৩ দিন আগে অভিনেতার শারীরিক অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয়। বুধবার (৩ ডিসেম্বর) রক্তচাপ ও সুগার লেভেল কমে গেলে জ্ঞান হারান এই অভিনেতা। তারপর প্রথমে আইসিইউ, এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান হুমায়রা।
তিনু ও হুমায়রা নওশিন দম্পতির ১১ বছর বয়সি একটা কন্যাসন্তান রয়েছেন। দোয়া চেয়ে হুমায়রা নওশিন বলেন, “আমার সন্তানের বাবার জন্য সবাই দোয়া করবেন। যাতে সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।”
২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিষেক তিনু করিমের। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। তারপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা।
ঢাকা/শান্ত