দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের ফাইভ-জি স্মার্টফোন এনেছে টেকনো। ‘স্পার্ক ৪০ ফাইভ–জি’ মডেলের বাজেট–সাশ্রয়ী এই ফোনে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.

৭৫ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটিতে ৪ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ–জি প্লাস প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।

ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় পর্দায় উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। এ ছাড়া আইপি৬৪ রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স–সুবিধা থাকায় ফোনটি পানিতে নষ্ট হয় না। এমনকি ধুলাও জমে না। ফোনটিতে টেকনোর ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘আস্ক এলা’ যুক্ত থাকায় মুখের কথায় বিভিন্ন কাজ করা যায়।

আরও পড়ুনএকটা স্মার্টফোন তৈরি করতে কত দিন লাগে১৭ অক্টোবর ২০২৫

ফোনটির পেছনে ফ্ল্যাশযুক্ত ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতে ভালো মানের ছবি তোলা যায়। ডিটিএস সাউন্ড সিস্টেম ও আইআর রিমোট কন্ট্রোল সুবিধার ফোনটি দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রও নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও পড়ুনপুরোনো স্মার্টফোনের বদলে নতুন স্মার্টফোন কেনার সুযোগ২১ সেপ্টেম্বর ২০২৫

স্বয়ংক্রিয়ভাবে বার্তা লেখা, অনুবাদ ও অনলাইনে তথ্য খোঁজার জন্য ফোনটিতে রয়েছে এআই রাইটিং, এআই সার্চ ও এআই ট্রান্সলেট টুল। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করতে সক্ষম ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

আরও পড়ুনপুরোনো স্মার্টফোন কেনার আগে যা জানতে হবে১৭ মে ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ নট ত

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫আরও পড়ুনকুয়েট ভর্তি পরীক্ষা: জেনে নিন ১০৬৫ আসনের খুটিনাটি০২ ডিসেম্বর ২০২৫

ভর্তি আবেদনের তারিখ
*১০–১২–২০২৫ থেকে ২৪–১২–২০২৫ তারিখ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি
–ইউনিট C (বাণিজ্য): ২৭–০৩–২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
–ইউনিট B (মানবিক): ৩–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট A (বিজ্ঞান): ১০–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুনরুয়েটের ভর্তিতে বিজ্ঞপ্তি, আসন ১২৩৫, পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত৩০ নভেম্বর ২০২৫আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু, নির্দেশিকা প্রকাশ২০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ