গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন
Published: 19th, October 2025 GMT
গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “প্রকৌশলীরা কেবল অবকাঠামো নির্মাতা নন, বরং তারা একটি জাতির টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি।
আরো পড়ুন:
‘আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন’
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত বিএনপি
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। সরকার পরিচালনায় নীতি নির্ধারণ পর্যায়েও তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভাটি আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রকৌশলী এএনএইচ আক্তার হোসেন। তিনি বলেন, “প্রযুক্তি ও গণতন্ত্রের সমন্বয় ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। প্রকৌশলীরা আজ শুধু সেতু বা ভবন নির্মাণ করছেন না, বরং তারা আগামী বাংলাদেশের নকশাও তৈরি করছেন।”
সভাপতিত্ব করেন অ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের গুণ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত কার্যক্রম, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রকৌশল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে একটি খোলা আলোচনার মাধ্যমে উপস্থিত বাপাবিপ্রস- ডিপিডিসি ইউনিটের চেয়ারম্যান আনিছুর রহমানসহ প্রকৌশলীরা নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ গণত ন ত র ক
এছাড়াও পড়ুন:
মোরাল প্যারেন্টিং বৃত্তি পেল অর্ধশতাধিক ইবি শিক্ষার্থী
‘উইথ দ্য কনভিকশন টু বিল্ড এ মোরাল সোসাইটি’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃত্তি উৎসবের আয়োজন করেছে শাখা মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। এর আওতায় ৬০ জনের অধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এই সংগঠনটি।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ উৎসবের আয়োজন করা হয়।
আরো পড়ুন:
খুবির হল ও ক্যাফেটেরিয়ার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ
জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
অনুষ্ঠানে সংগঠনটির ক্যাম্পাস গার্ডিয়ান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জাফর আলী।
সংগঠনটির ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, “মোরাল প্যারেন্টি ট্রাস্ট একটি সামাজিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এই সংগঠনটি অদম্য, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে থাকে। এছাড়াও সংগঠনটি শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, ব্যক্তিগত দক্ষতাবৃদ্ধি নিয়ে কাজ করে।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, চিকিৎসা পরামর্শ, নৈতিক সমাজ গঠন ও সুন্দর সমৃদ্ধ দেশ গঠনে মোরাল প্যারেন্টিং পরিবার কাজ করে যাচ্ছে।”
ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার বলেন, “এসব অনুষ্ঠানে মোরাল চাইল্ডদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি। যারা আমাদের বৃত্তি দিচ্ছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব এবং তাদের কমিটমেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকব। এই বৃত্তির অর্থ নিজেদের উন্নয়নের জন্য ব্যবহার করব।”
সংগঠনটি বৃত্তি উৎসব, ফ্রি চিকিৎসা পরামর্শ, সাবলম্বী প্রজেক্ট, ১০০ বই পড়া উৎসব, বেসিক কম্পিউটার কোর্স, কম্পিউটার প্রোগ্রামিং, গবেষণা ও বিদেশে অধ্যয়ন ও আইএলটিএসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
ঢাকা/তানিম/মেহেদী