বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বেবী নাজনীন
Published: 19th, October 2025 GMT
বাংলাদেশের সংগীত জগতের ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত শিল্পী বেবী নাজনীন পেলেন বিশেষ সম্মাননা। দীর্ঘ চার দশকের সংগীতযাত্রায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীকে সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানায় কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
১৭ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর ২৪তম আসর। সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পুরস্কার।
এবারের আয়োজনে বিশেষ সম্মাননা পেয়েছেন দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব— সংগীতে বেবী নাজনীন ও চলচ্চিত্রে পূর্ণিমা। তাদের হাতে সম্মাননা তুলে দেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো.
জুরি বোর্ডের বিচারে এ বছর আরও সম্মাননা পেয়েছেন সোমনুর মনির কোনাল (সেরা গায়িকা), ইমরান মাহমুদুল (সেরা গায়ক), প্রিন্স মাহমুদ (সেরা সংগীত পরিচালক), আসিফ ইকবাল (সেরা গীতিকার) প্রমুখ।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অভিনেত্রী-নৃত্যশিল্পী চাঁদনীর মনোজ্ঞ পরিবেশনা দিয়ে। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এস রানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তামিম হাসান। সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে এই পর্বে আরও বক্তব্য রাখেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেডের এমডি তওহিদা সুলতানা রুনু প্রমুখ।
অনুষ্ঠানে পারফর্ম করেন বেবী নাজনীন, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তানজিন তিশা, তাসনুভা তিশা, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আরজে নীরব, শান্তা জাহান ও সানজানা আইভী। কোরিওগ্রাফি করেন ইভান শাহরিয়ার সোহাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিজেএফবি শিল্পী-কলাকুশলীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ প্রদানে ২০০০ সাল থেকে নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে আসছে।
ঢাকা/রাহাত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আন্দোলনরত শিক্ষকদের ভুখা মিছিল
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবন (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি) অভিমুখে পদযাত্রা করেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে হাইকোর্ট সংলগ্ন মাজার এলাকায় পুলিশ পদযাত্রা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।
আরো পড়ুন:
৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে
জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে শতাধিক শিক্ষক–কর্মচারী অংশ নিয়েছেন।
আজ রবিবার (১৯ অক্টোবর) অষ্টম দিন কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা আন্দোলন করছেন। গত ১২ অক্টোবর থেকে তিন দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক–কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন।
রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আন্দোলনরত শিক্ষকরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে তারা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিলে’ কর্মসূচিতে অংশ নেয়।
ঢাকা/এম/আর/বকুল